দক্ষিণ আফ্রিকার উইকেট পড়ার পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি: সমাজমাধ্যম।
শেষ পর্যন্ত পারল না দক্ষিণ আফ্রিকা। ১১ রানে ম্যাচ জিতল ভারত।
দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ করলেন আরশদীপ। তাঁর বলে ৫৪ রান করে আউট হলেন মার্কো জানসেন।
মাত্র ১৬ বলে অর্ধশতরান করেছেন জানসেন। একাই দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তিনি।
হার্দিকের এক ওভারে ২৬ রান নিলেন জানসেন। দু’টি ছক্কা ও তিনটি চার মারলেন তিনি। এখনও দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে রেখেছেন তিনি।
আরশদীপের বলে ৪১ রান করে আউট হলেন হেনরিখ ক্লাসেন।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন অক্ষর। অনেকটা সে ভাবেই ডেভিড মিলারকে ফেরালেন তিনি। হার্দিকের বলে মিড উইকেটে জোরালো শট মারেন মিলার। বাউন্ডারিতে লাফিয়ে বল তালুবন্দি করেন অক্ষর। ১৮ রানে আউট মিলার। ১৪২ রানে ৫ উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার।
বরুণের এক ওভারে পর পর তিন বলে তিনটি ছক্কা মারেন ক্লাসেন। চতুর্থ বলেই ক্যাচ তোলেন তিনি। সহজ ক্যাচ ছাড়েন সূর্যকুমার যাদব।
ভাল খেলছিলেন আইডেন মার্করাম। বরুণ চক্রবর্তীর এক ওভারে দু’টি ছক্কা মারেন তিনি। তৃতীয় ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ২৯ রান করেন তিনি।
ভারতের স্পিনারদের সামনে খেলতে সমস্যায় পড়ছে দক্ষিণ আফ্রিকা। অক্ষর পটেলের বলে ১২ রান করে আউট স্টাবস।
আইডেন মার্করাম ৫ ও ট্রিস্টান স্টাবস ৮ রান করে খেলছেন।
দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা এখনও বরুণ চক্রবর্তীর বল বুঝতে পারছেন না। উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে স্টাম্প আউট হলেন রিজ়া হেনড্রিক্স। ২১ রান করেছেন তিনি।
ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন আরশদীপ সিংহ। ২০ রান করে তাঁর বলে বোল্ড হলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার।
সুযোগ নষ্ট করল ভারত। হার্দিক পাণ্ড্যের বলে বড় শট মারতে গিয়ে অনেক উঁচুতে বল তোলেন রায়ান রিকেলটন। অক্ষর বলের নীচে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু বল তাঁর হাতে লেগে মাটিতে পড়ে যায়।
পোকার উৎপাতে ১৮ মিনিট খেলা বন্ধ থাকার পরে আবার শুরু হল।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরু থেকেই মাঠ জুড়ে অসংখ্য পোকা উড়ছে। ক্রিকেটারদের চোখে পোকা ঢুকে যাচ্ছে। বাধ্য হয়ে খেলা সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়ারেরা।
১০৭ রান করে অপরাজিত থাকলেন তিলক।
অভিষেক ম্যাচে ৬ বলে ১৫ রান করলেন রমনদীপ। দ্রুত রান তোলার চেষ্টায় রান আউট হলেন তিনি।
টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতরান করলেন তিলক। ৫১ বলে ১০০ রান করলেন এই বাঁহাতি ব্যাটার।
৮ রান করে আউট রিঙ্কু। রান পেলেন না তিনিও।
হাত খুলে খেলছেন তিলক বর্মা। দলকে একাই টেনে নিয়ে যাচ্ছেন তিনি। ৭০ রানে ব্যাট করছেন তিলক।