ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। —ফাইল চিত্র
৯৯ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ় জিতল ভারত।
লড়াই করছেন অ্যাবট। ২৯ বলে অর্ধশতরান করেছেন তিনি।
রান আউট হয়ে ফিরলেন ক্যামেরন গ্রিন (১৩)।
জাডেজার বলে বোল্ড অস্ট্রেলিয়ার উইকেটকিপার।
আরও একটি উইকেট নিলেন অশ্বিন। এ বার জশ ইংলিশকে আউট করলেন তিনি।
৫৩ রান করে অশ্বিনের বলে আউট হয়ে গেলেন ওয়ার্নার। আরও চাপ বাড়ল অস্ট্রেলিয়ার উপর।
লড়াই করছেন ওয়ার্নার। ৩৮ বলে নিজের অর্ধশতরান করলেন তিনি।
অশ্বিনের বল বুঝতে না পেরে ২৭ রান করে বোল্ড হয়ে গেলেন লাবুশেন। অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেট পড়ল।
বৃষ্টির কারণে ১৭ ওভার কমল। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য ৩৩ ওভারে ৩১৭ রান। তার মধ্যে ৯ ওভার খেলা হয়ে গিয়েছে। অর্থাৎ, বাকি ২৪ ওভারে ২৬১ রান করতে হবে তাদের।
পর পর দু’বলে উইকেট নিলেন ভারতীয় পেসার। এ বার তাঁর বলে শূন্য রানে আউট হয়ে ফিরলেন স্টিভ স্মিথ।
নিজের প্রথম বলেই উইকেট নিলেন প্রসিদ্ধ। তাঁর বলে আউট হয়ে ফিরলেন ম্যাথু শর্ট।
৫০ ওভারে ৫ উইকেটে ৩৯৯ রান করল ভারত। ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকলেন সূর্য।
ঝোড়ো ইনিংস খেললেন সূর্য। মাত্র ২৪ বলে ৫০ রান করলেন তিনি। পর পর দু’ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেললেন ভারতীয় ব্যাটার।
৩৮ বলে ৫২ রান করে আউট রাহুল। পঞ্চম উইকেট হারাল ভারত।
পর পর দু’ম্যাচে অর্ধশতরান করলেন রাহুল। ৩৫ বলে ৫০ করেন ভারত অধিনায়ক।
১৮ বলে ৩১ রান করে অ্য়াডাম জ়াম্পার বলে আউট কিশন। ভারতের চতুর্থ উইকেট পড়ল।
১০৪ রান করে বড় শট খেলতে গিয়ে আউট হলেন শুভমন গিল। ভারতের তৃতীয় উইকেট পড়ল।
ধারাবাহিকতা বজায় রেখেছেন শুভমন। ৯২ বলে শতরান করলেন তিনি।
শতরানের পরে বেশি ক্ষণ খেলতে পারেননি শ্রেয়স। ১০৫ রান করে আউট হয়ে যান তিনি।
৮৬ বলে শতরান করলেন শ্রেয়স আয়ার। ১১ মাস পরে তিন অঙ্কের রান করলেন তিনি।