(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ছবি: পিটিআই।
বর্ডার-গাওস্কর ট্রফিতেও ব্যাট হাতে ব্যর্থ হলে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন রোহিত শর্মা। সে ক্ষেত্রে শুধু এক দিনের ক্রিকেট খেলবেন তিনি। এমনই মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফরেই ফর্মে ফিরবেন বলে মত তাঁর।
সকলের মতোই হতাশ শ্রীকান্ত। নিউ জ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ় হার মেনে নিতে পারছেন না। তিনি হতাশ রোহিত, কোহলির পারফরম্যান্স নিয়েও। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘‘আমার মনে হয়, অস্ট্রেলিয়াতেও ভাল পারফর্ম করতে না পারলে রোহিত সম্ভবত টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে। ওর ভাবা উচিত। ১০০ শতাংশ উচিত। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছে। শুধু এক দিনের ক্রিকেট খেলতে দেখা যেতে পারে আগামী দিনে। ওর বয়সটাও মাথায় রাখতে হবে। এখন রোহিতকে আর তরুণ বলা যায় না।’’
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরামর্শ দিলেও রোহিতের পরামর্শ করেছেন শ্রীকান্ত। ভারতের প্রাক্তন অধিনায়কের বক্তব্য, ‘‘রোহিতের মধ্যে সাহস, সততা আছে। গোটা সিরিজ়ে খারাপ খেলেছে এবং খারাপ নেতৃত্ব দিয়েছে, এটা সরাসরি স্বীকার করে নিয়েছে। এটা ভাল। যে কোনও খেলোয়াড়ের ফর্মে ফেরার জন্য এই উপলব্ধিটাই সব কিছুর আগে প্রয়োজন। নিজের ভুলগুলো মেনে নেওয়া গুরুত্বপূর্ণ। মানুষ হিসাবেও এই গুণ থাকা দরকার। রোহিত নিজের খামতিগুলো প্রকাশ্যে স্বীকার করছে মানে, ফর্মে ফেরার প্রক্রিয়া শুরু করে দিয়েছে।’’
কোহলির ক্ষেত্রে শ্রীকান্তের বক্তব্য কিছুটা আলাদা। কোহলি আরও কিছু দিন টেস্ট খেলবেন বলে মনে করছেন তিনি। শ্রীকান্ত বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ায় কিন্তু কোহলি রান পেতে পারে। অস্ট্রেলিয়া ওর স্বাচ্ছন্দ্যের জায়গা। এটা ওর শক্তি। কোহলির অবসর নিয়ে কথা বলার মতো সময় এখনও আসেনি। যদিও ফর্মে ফেরার যথেষ্ট সময় পেয়েছে কোহলি। গত দু’বছর ধরে সে ভাবে খেলতে পারছে না।’’
শ্রীকান্ত বলেছেন, রোহিত-কোহলির মতো ক্রিকেটজীবনের শেষ প্রান্তে চলে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজাও। ভারতীয় দলের চার সিনিয়র ক্রিকেটার একসঙ্গে দেশের মাটিতে শেষ টেস্ট খেলে ফেলেছেন বলে মনে করেন তিনি।