IPL 2025

গুজরাতের মুখোমুখি হওয়ার আগেই চাপে কলকাতা, পয়েন্ট টেবলে নেমে গেলেন রাহানেরা

রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের জয় চাপ বাড়াল কলকাতা নাইট রাইডার্সের। পয়েন্ট টেবলের শীর্ষে থাকা গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের আগে আরও নেমে গিয়েছেন অজিঙ্ক রাহানেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১২:০৯
picture of Ajinkya Rahane

অজিঙ্ক রাহানে। ছবি: সংগৃহীত।

মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ে চাপ বৃদ্ধি পেল কলকাতা নাইট রাইডার্সের। সোমবার ইডেন গার্ডেন্সে শুভমন গিলের গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে পয়েন্ট টেবলে আরও নেমে গিয়েছেন অজিঙ্ক রাহানেরা। আরও ম্যাচ হারলে গত বারের চ্যাম্পিয়নদের প্রথম চারের মধ্যে থাকা কঠিন হয়ে পড়তে পারে।

Advertisement

আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছেন শুভমনেরা। তাঁরা সাতটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছেন। পয়েন্ট ১০। তাঁদের নেট রান রেট ০.৯৮৪। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর পটেলের দলের সাত ম্যাচে পাঁচ জয়। পয়েন্ট ১০। দিল্লির নেট রান রেট ০.৫৮৯। তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আট ম্যাচে পাঁচটি জয় আরসিবির। পয়েন্ট ১০। নেট রান রেট ০.৪৭২। চতুর্থ স্থানে রয়েছে পঞ্জাব কিংস। শ্রেয়স আয়ারেরা আটটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছেন। পয়েন্ট ১০। নেট রান রেট ০.১৭৭।

পয়েন্ট টেবলে পঞ্চম স্থানে ঋষভ পন্থেরা। লখনউ সুপার জায়ান্টস আটটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছেন। পয়েন্ট ১০। লখনউয়ের নেট রান রেট ০.০৮৮। রবিবার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্যের দল আটটি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে। তাদের নেট রান রেট ০.৪৮৩। মুম্বইয়ের জয়ের ফলে সপ্তম স্থানে নেমে গিয়েছে কলকাতা। রাহানেরা এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে তিনটি জয় পয়েছেন। পয়েন্ট ৬। কেকেআরের নেট রান রেট ০.৫৪৭।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পয়েন্ট তালিকায় শেষ তিনটি স্থানে রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই। অষ্টম স্থানে রয়েছেন সঞ্জু স্যামসনেরা। রাজস্থান আটটি ম্যাচ খেলে দু’টি জিতেছে। পয়েন্ট ৪। রাজস্থানের নেট রান রেট -০.৬৩৩। নবম স্থানে থাকা হায়দরাবাদ সাতটি ম্যাচ খেলে দু’ম্যাচে জয় পেয়েছে। প্যাট কামিন্সের দলের পয়েন্ট ৪। তাঁদের নেট রান রেট -১.২১৭। দশম স্থানে রয়েছে চেন্নাই। আটটি ম্যাচ খেলে দু’টি জিতেছে তারা। মহেন্দ্র সিংহ ধোনিদের পয়েন্ট ৪। নেট রান রেট -১.৩৯২।

Advertisement
আরও পড়ুন