বেন স্টোকস। ছবি: আইসিসি।
রাজকোটে রান পেলেন না জনি বেয়ারস্টো। কুলদীপ যাদবের বলে শূন্য রানে আউট হয়ে এক লজ্জার নজির গড়লেন ইংল্যান্ডের ব্যাটার। ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে বেয়ারস্টোর পারফরম্যান্স তেমন ভাল নয় কোনও দিনই।
এই নিয়ে ভারতের বিরুদ্ধে টেস্টে আট বার শূন্য রানে আউট হলেন বেয়ারস্টো। বিশ্বের আর কোনও ক্রিকেটার লাল বলের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এত বার শূন্য রানে আউট হননি। রাজকোট টেস্টের আগে পর্যন্ত বেয়ারস্টোর সঙ্গে ছিলেন আরও দু’জন। যাঁরা ভারতের বিরুদ্ধে টেস্টে সাত বার করে শূন্য রানে আউট হয়েছেন। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। লায়ন এবং কানেরিয়া কেউই স্বীকৃত ব্যাটার নন। তাঁরা ক্রিকেট বিশ্বে স্পিনার হিসাবেই পরিচিত। তবে উইকেট রক্ষা করতে পারলেও বেয়ারস্টো খেলেন বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেই। সেই নিরিখে লায়ন, কানেরিয়াকে টপকে গিয়ে নিজেকেই লজ্জায় ফেললেন ইংরেজ ক্রিকেটার।
রাজকোটে চার বল ২২ গজে ছিলেন বেয়ারস্টো। ইংল্যান্ডের ইনিংসের ৪০তম ওভারে ব্যাট করতে নেমেছিলেন। ৪১তম ওভারে কুলদীপ যাদবের প্রথম দু’টি বল সামলে দিলেও তৃতীয় বলে কুলদীপের স্পিন পড়তে পারেননি। বল অফ স্টাম্পে পড়ে ভিতর দিকে স্পিন করায় লাইন মিস্ করেন বেয়ারস্টো। ভারতীয় দলের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার তাঁকে এলবিডব্লিউ ঘোষণা করেন। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি বেয়ারস্টো।
এ বারের ভারত সফরে কোনও ম্যাচেই উল্লেখযোগ্য কিছু করতে পারেননি বেয়ারস্টো। এখনও পর্যন্ত পাঁচটি ইনিংসে করেছেন ৯৮ রান। গড় ১৯.৬০। সর্বোচ্চ ৩৭। ২০২১ সালেও ভারত সফরে এসে সাফল্য পাননি বেয়ারস্টো। সে বার দু’টি টেস্ট খেলে ২৮ রান করেছিলেন ইংরেজ উইকেটরক্ষক-ব্যাটার।