Jhulan Goswami

Jhulan Goswami: ভারতীয় দলে প্রত্যাবর্তন ঝুলনের, ইংল্যান্ড সফরে যাচ্ছেন বাংলার জোরে বোলার

অনেকেই মনে করেছিলেন, মিতালি রাজের পর ঝুলনও অবসর নেবেন। তবে সেই ভাবনা যে নেই, বোঝালেন বাংলার জোরে বোলার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ২১:১৭
ভারতীয় দলে ফিরলেন ঝুলন।

ভারতীয় দলে ফিরলেন ঝুলন। ফাইল ছবি

চোট সারিয়ে ভারতের মহিলা দলে প্রত্যাবর্তন ঝুলন গোস্বামীর। পরের মাসেই ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলতে যাচ্ছে ভারতের মহিলা দল। সেখানে এক দিনের দলে নাম রয়েছে ঝুলনের। ২২ মার্চে মহিলাদের বিশ্বকাপে শেষ বার খেলেছিলেন ঝুলন। সেমিফাইনালে খেলতে পারেননি। ভারতও বিদায় নেয়। এর পর জুন মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও খেলেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে ফের দেখা যেতে চলেছে তাঁকে।

মিতালি রাজ অবসর নেওয়ার পরেই চোটে ছিটকে যান ঝুলন। অনেকে তখন বলেন, মিতালির পথেই হাঁটতে চলেছেন বাংলার জোরে বোলার। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ জয়ের পর ভারতের মহিলা ক্রিকেটার মেঘনা সিংহ বলেন, ঝুলনের অভাব অনুভব করছে না দল। তাতে সন্দেহ আরও বাড়ে। ঝুলন নিজের মুখে অবসরের কথা কখনও বলেননি। উল্টে কিছু দিন আগেই তিনি বাংলার মহিলা দলের অনুশীলনে যোগ দেন। এ বার বাংলার মহিলা দলে খেলার পাশাপাশি মেন্টরও তিনি। অবসর নেওয়ার এখনই যে ইচ্ছে নেই, সেটা ভারতীয় দলে প্রত্যাবর্তনে বোঝা গেল।

Advertisement

ইংল্যান্ডে দু’টি ফরম্যাটেই ভারতকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। দলে ফিরেছেন জেমাইমা রদ্রিগেস এবং রিচা ঘোষ। এ ছাড়া, প্রথম বারের জন্য জাতীয় দলে ডাক পেলেন কিরণ নবগিরে। মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জারে দুর্দান্ত খেলেন তিনি।

Advertisement
আরও পড়ুন