Ishan Kishan

আবার অবাধ্য ঈশান কিশন! দ্রাবিড়, জয় শাহের ধমকেও কাজ হল না, এ বারও খেললেন না রঞ্জি ম্যাচ

ঝাড়খণ্ডের হয়ে খেলতে নামলেন না ঈশান কিশন। ঝাড়খণ্ডের উইকেটরক্ষককে রঞ্জি খেলার নির্দেশ দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড় এবং বোর্ড সচিব জয় শাহ। তাঁদের সেই নির্দেশের তোয়াক্কা করলেন না ঈশান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:০৮
Ishan Kishan

ঈশান কিশন। —ফাইল চিত্র।

এ বারের রঞ্জি ট্রফিতে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলি শুরু হল শুক্রবার থেকে। ঝাড়খণ্ড খেলতে নেমেছে রাজস্থানের বিরুদ্ধে। সেই ম্যাচে খেলতে নামলেন না ঈশান কিশন। ঝাড়খণ্ডের উইকেটরক্ষককে রঞ্জি খেলার নির্দেশ দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড় এবং বোর্ড সচিব জয় শাহ। তাঁদের সেই নির্দেশের তোয়াক্কা করলেন না ঈশান। তিনি নিজের মতো অনুশীলনে ব্যস্ত।

Advertisement

জামশেদপুরে ঝাড়খণ্ড বনাম রাজস্থান ম্যাচ চলছে। সেখানে ঝাড়খণ্ডের হয়ে উইকেটরক্ষা করতে দেখা যাচ্ছে কুমার কুশাগ্রকে। গ্রুপ এ-তে রয়েছে ঝাড়খণ্ড। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের নক আউটে ওঠার সম্ভাবনা আর নেই। ফলে এটাই এ বারের রঞ্জিতে ঝাড়খণ্ডের শেষ ম্যাচ। ঈশান এই বছর অন্তত আর রঞ্জি খেলার সুযোগ পাবেন না। যদিও তাঁর রঞ্জি খেলার কোনও ইচ্ছা রয়েছে বলে দেখা যায়নি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের দলে রাখা হয়েছিল ঈশানকে। সেই সিরিজ়ে লোকেশ রাহুল ভারতের হয়ে টেস্টে উইকেটরক্ষকের ভূমিকা পালন করেন। সাজঘরে বসতে হয় ঈশানকে। কিন্তু প্রথম টেস্টের পর হঠাৎ করে তিনি দলকে জানান যে, তাঁর ছুটি প্রয়োজন। মানসিক ভাবে তিনি ক্লান্ত। তাই বিশ্রাম প্রয়োজন। বোর্ড ছেড়ে দেয় তাঁকে। এর পরে দেখা যায় ঈশান দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেই ঘটনা ভাল ভাবে নেয়নি বোর্ড।

নির্বাচকেরা ঈশানকে তার পর থেকে কোনও দলে নেননি। এমনকি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে ভারতীয় দলে জায়গা করে নেন ধ্রুব জুরেল। সেই সঙ্গে কোচ দ্রাবিড় স্পষ্ট জানিয়ে দেন, ঈশানকে দলে ফিরতে হলে কোনও ধরনের ক্রিকেট খেলে ফিরতে হবে। একই সুর ছিল বোর্ড সচিব জয় শাহের গলায়। কিন্তু তাঁদের সেই কথা ঈশানের কানে ঢোকেনি। ঝাড়খণ্ডের হয়ে শেষ ম্যাচেও খেললেন না তিনি।

আরও পড়ুন
Advertisement