BGT 2024-25

ভারতের নেটে স্পিনার বুমরা! অনুশীলনে নতুন তাস ভারতীয় পেসারের

চোট-আতঙ্ক কাটিয়ে অনুশীলনে ফিরেছেন যশপ্রীত বুমরা। ব্রিসবেনে নেটে বল করেছেন তিনি। তবে পেস বলের পাশাপাশি স্পিন করতেও দেখা গিয়েছে তাঁকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১১:৫৭
cricket

অনুশীলনে ব্যস্ত যশপ্রীত বুমরা। ছবি: সমাজমাধ্যম।

অ্যাডিলেডে হারের ধাক্কার পাশাপাশি অন্য আশঙ্কা গ্রাস করেছিল ভারতীয় সমর্থকদের। বল করার সময় পায়ের পেশিতে চোট পেয়েছিলেন যশপ্রীত বুমরা। তবে ভারতীয় ম্যানেজমেন্ট জানিয়েছিল, বুমরার চোট তেমন গুরুতর নয়। সেটাই সত্যি হল। ব্রিসবেন টেস্টের আগে অনুশীলন শুরু করলেন বুমরা। তবে তাঁর একটি অন্য রূপ দেখা গেল।

Advertisement

ব্রিসবেনে শুরুতে স্পিন বল করেন বুমরা। একটি নেটে তখন বল করছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অফ স্পিনের পাশাপাশি বুমরাকে লেগ স্পিন করতে দেখা যায়। তখন অবশ্য কেউ ব্যাট করছিলেন না। কয়েকটি স্পিন বল করার পর নিজের স্বাভাবিক পেস বল করেন বুমরা। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলকে বল করেন তিনি। বেশ কয়েকটি বলে ব্যাট লাগাতে পারেননি দুই ক্রিকেটার।

পেস বল করার আগে বুমরার স্পিন দেখে অনেকের অনুমান, একটি অতিরিক্ত অস্ত্র ব্রিসবেনে রাখতে চাইছেন তিনি। টি-টোয়েন্টিতে তাঁকে অনেক বেশি গতির তারতম্য করতে দেখা যায়। কিছু বল অফ ব্রেক বা লেগ ব্রেক করেন। তাতে উইকেটও নেন তিনি। তবে কি ব্রিসবেন টেস্টেও তুরুপের তাস হিসাবে লেগ ব্রেকের অনুশীলন সেরে রাখলেন বুমরা?

চলতি সিরিজ়ে প্রথম টেস্টে ১২টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বুমরা। রোহিত শর্মা না থাকায় সেই টেস্টে ভারতের অধিনায়কও ছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে ৪টি উইকেট নিয়েছেন তিনি। দুই টেস্টে সর্বাধিক ১২টি উইকেট তাঁরই দখলে। ২০২৪ সালে টেস্টে ৫৩টি উইকেট নিয়েছেন তিনি। চলতি বছর টেস্টে সর্বাধিক উইকেট তাঁর। ব্রিসবেনে সেই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যে নামবেন ভারতীয় পেসার। তারই প্রস্তুতি সেরে রাখলেন তিনি।

Advertisement
আরও পড়ুন