James Anderson

‘এখনও খেলতে পারতাম’, অবসর নিয়ে আফসোস ৪২ বছরের অ্যান্ডারসনের

৪২ বছরের অ্যান্ডারসনের মনে হচ্ছে, তিনি আগাম অবসর নিয়ে ফেলেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, দল চেয়েছে বলে তিনি অবসর নিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৮:০৯
James Anderson

জেমস অ্যান্ডারসন। —ফাইল চিত্র।

আগামী বছর অ্যাশেজ় খেলতে পারতেন জেমস অ্যান্ডারসন। এমনটাই মনে করছেন ইংরেজ পেসার। ৪২ বছরের অ্যান্ডারসনের মনে হচ্ছে, তিনি আগাম অবসর নিয়ে ফেলেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, দল চেয়েছে বলে তিনি অবসর নিয়েছেন।

Advertisement

দেশের হয়ে টেস্টে ৭০৪টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ১৮৮টি টেস্ট খেলা পেসার বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। তিনি বলেন, “আমার সব সময় মনে হয়েছে, আগামী বছর অ্যাশেজ পর্যন্ত খেলতে পারতাম। কিন্তু ওরা চায়নি। এখনও খেলে যেতে পারতাম আমি। এখনও খেলব। হয়তো অন্য কোনও ফরম্যাটে।”

ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তিনি চেয়েছিলেন, দলের পেস আক্রমণকে ভবিষ্যতের কথা ভেবে সাজাতে। অ্যান্ডারসন বলেন, “পেশাদার ক্রীড়াবিদদের জীবনের অংশ হচ্ছে অবসর। সব সময় আরও ভাল করার খিদে থাকে। ক্রিকেটে তো সেটা অবশ্যই থাকে। সব সময় নতুন কিছু করার দিকে চোখ থাকতে হয়। এটা আমি উপভোগ করি।”

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আইপিএল খেলতে চেয়েছিলেন অ্যান্ডারসন। কিন্তু কোনও দল তাঁকে কেনেনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও দলের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যান্ডারসন। তিনি ইংল্যান্ড দলের বোলিং মেন্টর।

Advertisement
আরও পড়ুন