Peter Moor

এক ওভারে তিন বার ‘আউট’, তবুও বেঁচে গেলেন ব্যাটার! কী ভাবে?

কোনও স্থানীয় বা ঘরোয়া ম্যাচ নয়। টেস্ট ক্রিকেটে ঘটেছে এমন ঘটনা। আয়ারল্যান্ডের ওপেনার মুর আফগানিস্তানের বিরুদ্ধে একই ওভারে তিন বার ‘আউট’ হয়েও বেঁচে গেলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০১
picture of Peter Moor

পিটার মুর। ছবি: এক্স (টুইটার)।

এক ওভারে তিন বার ‘আউট’ হয়েও বেঁচে গেলেন এক ব্যাটার। কোনও স্থানীয় বা ঘরোয়া ক্রিকেটের ঘটনা নয়। এমনই ঘটেছে আফগানিস্তান-আয়ারল্যান্ড টেস্টে। তিন বার জীবন পাওয়া ব্যাটার হলেন আয়ারল্যান্ডের ওপেনার পিটার মুর।

Advertisement

ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের ইনিংসের ষষ্ঠ ওভারে। বোলার ছিলেন আফগানিস্তানের নাভিদ জ়াদরান। ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে যান মুর। কিন্তু নাভিদ ‘নো’ বল করায় বেঁচে যান আইরিশ ওপেনার। এর পর ওভারের পঞ্চম বলে মুরের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করেন আফগান ক্রিকেটারেরা। কিন্তু মাঠের আম্পায়ার মুরকে আউট দেননি। সেই সিদ্ধান্তই মেনে নেয় আফগানিস্তান। সুযোগ থাকলেও ডিআরএস নেয়নি তারা। যদিও পরে রিপ্লেতে দেখা যায় মুর পরিষ্কার আউট ছিলেন।

দ্বিতীয় বার জীবন পাওয়ার পর ওভারের ষষ্ঠ বলে আবার আইরিশ ব্যাটারের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করেন জ়াদরান-সহ আফগানিস্তানের ক্রিকেটারেরা। এ বার তাঁকে আউট ঘোষণা করেন মাঠের আম্পায়ার। এ বার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ডিআরএস নেন মুর। দেখা যায়, বল মুরের পায়ে লাগার আগে ব্যাটের কানা সামান্য ছুঁয়েছে। স্বভাবতই তৃতীয় আম্পায়ার তাঁকে ‘নট আউট’ ঘোষণা করেন। ফলে একই ওভারে তিন বার জীবন পেয়েছেন মুর। যদিও বড় রান করতে পারেননি তিনি। ৩ ওভার পর জ়াদরানের বলেই ব্যক্তিগত ১২ রানের মাথায় বোল্ড হয়ে যান। উল্লেখ্য, মুর আগে খেলতেন জ়িম্বাবোয়ের হয়ে। হারারেতে জন্ম ৩৩ বছরের ক্রিকেটারের।

দু’দলের এক মাত্র টেস্টে আফগানিস্তান প্রথম ইনিংসে করে ১৫৫ রান। জবাবে প্রথম দিনের খেলার শেষে আয়োজক আয়ারল্যান্ডের রান ৪ উইকেটে ১০০।

Advertisement
আরও পড়ুন