IPL

IPL 2022: কেন কেউ কিনল না, নেপথ্যে কোন কারণ, জানালেন কোহলীদের দলের ক্রিকেটার

নিলামে দল পাননি অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা। গত বছর বিরাট কোহলীদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন তাঁরা। আন্তর্জাতিক ক্রিকেটে ভাল পারফর্ম করার পরেও কেন তাঁরা দল পেলেন না তাঁর সম্ভাব্য কারণ জানালেন রিচার্ডসন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২৫
গত বছর বিরাট কোহলীদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা।

গত বছর বিরাট কোহলীদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা। ফাইল চিত্র

এ বারের আইপিএল-এর নিলামে দল পাননি অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা। গত বছর বিরাট কোহলীদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন তাঁরা। আন্তর্জাতিক ক্রিকেটে ভাল পারফর্ম করার পরেও কেন তাঁরা দল পেলেন না তাঁর সম্ভাব্য কারণ জানালেন রিচার্ডসন।

রিচার্ডসন বলেন, ‘‘আমি জাম্পার জন্য বেশি অবাক হচ্ছি। গত বছর আইপিএল শুরু হওয়ার পরে ভারতে কোভিড সংক্রমণ বাড়তে থাকে। মাঝপথেই আমরা দেশে ফিরে যাই। সে সময় আমি জাম্পাকে বলেছিলাম, এর ফল আমাদের ভুগতে হতে পারে। কিন্তু সেই সময় আমাদের কাছে দেশে ফেরা বেশি গুরুত্বপূর্ণ ছিল।’’

Advertisement

এ ভাবে মাঝপথে দেশে ফেরার জন্যই এ বার তাঁদের প্রতি ফ্র্যাঞ্চাইজিরা আগ্রহ দেখায়নি বলে মনে করছেন রিচার্ডসন। তিনি বলেন, ‘‘আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজিরা ভেবেছে আমরা এ বারেও হয়তো আসব না। বা এলেও মাঝপথে দেশে ফিরে যেতে পারি। সেটাই হয়তো আমাদের না কেনার পিছনে প্রধান কারণ হতে পারে। আমার অবশ্য এই বিষয়ে কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা হয়নি। আমার যেটা মনে হচ্ছে সেটাই বলছি।’’

গত বছর টি২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন জাম্পা। সব থেকে বেশি উইকেট নেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে ভাল বল করেছেন রিচার্ডসনও। তার পরেও তাঁরা দল পেলেন না।

Advertisement
আরও পড়ুন