Andre Russell

IPL 2022: ভক্তদের রাসেল: আমি চলে এসেছি

বুধবার থেকে কেকেআরের অনুশীলনে যোগ দিলেন ব্রেন্ডন ম্যাকালাম। কোয়রান্টিন পর্ব শেষ করার পরে এ দিনই তিনি এলেন মাঠে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ০৭:১২
আগমন: নাইটদের হোটেলে প্রবেশ করলেন রাসেল। কেকেআর

আগমন: নাইটদের হোটেলে প্রবেশ করলেন রাসেল। কেকেআর

অপেক্ষার অবসান! কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল। আপাতত হোটেলে তিন দিনের কোয়রান্টিন পর্ব সারতে হবে তাঁকে। শনিবার থেকে অনুশীলনে্ যোগ দিতে পারেন তিনি।

কেকেআর হোটেলে এসেই রাসেল বলে দেন, ‘‘দ্রে রাস এসে গিয়েছে। আর কোনও চিন্তা নেই। আমার চুলে সোনালি ও বেগুনি রংটা দেখছেন তো?’’ সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছে কেকেআর। সমর্থকেরা সেই ভিডিয়ো দেখে উল্লসিত। নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। রাসেলের নতুন চুলের ছাঁট আইপিএল শুরুর আগেই জনপ্রিয় হয়ে গিয়েছে।

Advertisement

বুধবার থেকে কেকেআরের অনুশীলনে যোগ দিলেন ব্রেন্ডন ম্যাকালাম। কোয়রান্টিন পর্ব শেষ করার পরে এ দিনই তিনি এলেন মাঠে। নাইটদের অনুশীলন এ দিনও হয় নৈশালোকে। বাউন্ডারি ক্যাচিংয়ের উপরেই জোর দেওয়া হয়।

এ দিকে, আইপিএল শুরুর আগেই গণমাধ্যমে ভক্তদের রোষের শিকার হয়েছেন মহম্মদ কাইফ। দিল্লি ক্যাপিটালস দলের প্রাক্তন সহকারী কোচ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ় ২-০ জেতার পরে একটি টুইট করেন, যা নিয়ে আলোড়ন পড়ে যায় ক্রিকেটমহলে। কাইফ জানান, কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার তত্ত্বাবধানে নতুন আকারের ভারতীয় দলের আত্মপ্রকাশ ঘটেছে। তার পরেই বিরাট-ভক্তদের রোষের মুখে পড়তে হয় কাইফকে।

আরও পড়ুন
Advertisement