Arshdeep Singh

শ্বাস নিতে পারছিলেন না, সেই অবস্থাতেও ৫ উইকেট এল কী ভাবে? এক জনেরই নাম আরশদীপের মুখে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল করতে নেমে শ্বাস নিতে পারছিলেন না আরশদীপ সিংহ। সেই অবস্থাতেও ৫ উইকেট নিয়েছেন তিনি। তার জন্য এক জনকে ধন্যবাদ দিয়েছেন ভারতীয় পেসার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ১২:১৮
cricket

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে উল্লাস আরশদীপ সিংহের। ছবি: পিটিআই

এক দিনের ক্রিকেটে প্রথম তিনটি ম্যাচে একটি উইকেটও নিতে পারেননি। সেই আরশদীপ সিংহ নিজের চতুর্থ এক দিনের ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। তাঁর বোলিংয়ে ভেঙে পড়েছে দক্ষিণ আফ্রিকার টপ ও মিডল অর্ডার। প্রথম এক দিনের ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। কিন্তু বিষয়টি অতটাও সহজ ছিল না। বল করতে গিয়ে একটা সময় শ্বাস নিতে সমস্যা হচ্ছিল আরশদীপের। সেই সময় এগিয়ে আসেন অধিনায়ক লোকেশ রাহুল।

Advertisement

৫ উইকেট নেওয়ায় ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন আরশদীপ। পুরস্কার নিতে গিয়ে অধিনায়কের নাম করেন তিনি। আরশদীপ বলেন, ‘‘সাধারণত যে ধরনের মাঠে খেলি ওয়ান্ডারার্স তার থেকে আলাদা। এই মাঠ অনেকটাই উঁচুতে। তাই চার ওভার বল করার পরে শ্বাস নিতে পারছিলাম না। তখন রাহুল ভাই এসে বলে, আমাকে অন্তত আরও একটা ওভার বল করতে হবে। ৫ উইকেট পাওয়ার সুযোগ আছে। আমি রাহুল ভাইয়ের কথা শুনে আর একটা ওভার করি। উইকেটও পাই।’’

এক দিনের ক্রিকেটে এর আগে উইকেট নিতে না পারলেও তাঁর উপর ভরসা দেখানোয় ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন আরশদীপ। বাঁ হাতি পেসার বলেন, ‘‘একটু চাপে ছিলাম। এর আগে দেশের হয়ে এক দিনের ক্রিকেটে কোনও দিন উইকেট পাইনি। তার পরেও দল আমার উপর ভরসা দেখিয়েছে। আমাকে সুযোগ দিয়েছে। তার জন্য ধন্যবাদ।’’

আরশদীপের ৫টি উইকেটের মধ্যে চারটিই এসেছে বোল্ড ও এলবিডব্লিউ থেকে। ওয়ান্ডারার্সের উইকেটে কী পরিকল্পনা করে নেমেছিলেন সেটি জানিয়েছেন তিনি। আরশদীপ বলেন, ‘‘পেসারদের জন্য শুরুতে সাহায্য ছিল। উইকেটে বল রাখার চেষ্টা করছিলাম। জানতাম, ব্যাটার ভুল করলে সুযোগ আছে। সেটাই হয়েছে। বাকি বোলারেরাও ভাল বল করেছে। দলগত ভাল খেলায় ম্যাচ জিতেছি আমরা।’’

প্রথম এক দিনের ম্যাচ জিতে সিরিজ়ে এগিয়ে গিয়েছে ভারত। এখনও দু’টি ম্যাচ বাকি। মঙ্গলবার রয়েছে দ্বিতীয় এক দিনের ম্যাচ। তৃতীয় ম্যাচ বৃহস্পতিবার। এই দুই ম্যাচের মধ্যে একটি জিতলেই সিরিজ় পকেটে করবে ভারত।

Advertisement
আরও পড়ুন