লোকেশ রাহুল। —ফাইল চিত্র।
আপাতত সিরিজ় ১-১ রয়েছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং-ডে টেস্ট খেলতে নামবে ভারত। সেই টেস্টের আগে চিন্তা বাড়ল ভারতীয় শিবিরে। অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন লোকেশ রাহুল। কতটা গুরুতর তাঁর চোট?
মেলবোর্নে নেটে ব্যাট করছিলেন রাহুল। একটি বল হঠাৎ লাফিয়ে তাঁর ডান হাতে লাগে। ব্যথায় হাত নাড়াতে থাকেন রাহুল। সঙ্গে সঙ্গে ফিজিয়োর কাছে যান তিনি। সেখানে হাত দেখান তিনি। চোট পরীক্ষার পর ফিজিয়ো তাঁকে উঠে যেতে বলেন। আর অনুশীলনে দেখা যায়নি রাহুলকে।
ব্রিসবেনে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করার সময়ও একটি বল রাহুলের হাতে লেগেছিল। ব্যথা নিয়েই খেলেন তিনি। করেন অর্ধশতরান। পুরনো ব্যথার জায়গায় আবার লেগেছে কি না তা এখনও জানা যায়নি। তাঁর চোট কতটা গুরুতর সে বিষয়ে ভারতীয় দল এখনও কিছু জানায়নি। মেলবোর্ন টেস্ট শুরু হতে এখনও পাঁচ দিন বাকি। তার মধ্যে ভারতীয় ব্যাটার সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে যত ক্ষণ না রাহুল আবার ব্যাট করতে নামছেন তত ক্ষণ চিন্তায় রয়েছে ভারতীয় শিবির।
এই সিরিজ়ে ভারতের হয়ে ওপেন করছেন রাহুল। পার্থে প্রথম টেস্টে ভাল খেলায় রাহুলকে নিজের জায়গা ছেড়ে দিয়েছেন রোহিত শর্মা। অধিনায়ককে নিরাশ করেননি রাহুল। তিনটি টেস্টে ছ’টি ইনিংসে ২৩৫ রান করেছেন তিনি। ভারতের হয়ে সবচেয়ে বেশি রান তাঁর। ফলে মেলবোর্নে যদি রাহুল খেলতে না পারেন তা হলে সমস্যা বাড়বে ভারতের। এখন দেখার, সময়ের মধ্যে তিনি সুস্থ হতে পারেন কি না।