বিরাট কোহলি। —ফাইল চিত্র।
বিরাট কোহলি বৃহস্পতিবার খেলবেন না। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না তিনি। ব্যক্তিগত কারণে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। দেড় বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরানো হয়েছিল তাঁকে। কিন্তু ম্যাচের আগের দিন কোচ রাহুল দ্রাবিড় জানালেন যে, বিরাট প্রথম ম্যাচে খেলবেন না।
১১ জানুয়ারি থেকে ভারত-আফগানিস্তানের মধ্যে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ়। রোহিত শর্মা এবং বিরাট ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন তাঁরা। তার পর থেকে আর ভারতের জার্সিতে টি-টোয়েন্টি খেলেননি রোহিত-বিরাট। আফগানিস্তানের বিরুদ্ধে দলে ফেরানো হয়েছিল তাঁদের। কিন্তু বিরাট ব্যক্তিগত কারণে প্রথম টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিলেন।
বুধবার সাংবাদিক বৈঠকে এসেছিলেন কোচ দ্রাবিড়। তিনি বলেন, “প্রথম টি-টোয়েন্টিতে বিরাট খেলবে না। ব্যক্তিগত কারণে বৃহস্পতিবার খেলতে পারছে না ও।” বিরাট না খেললেও রোহিত খেলবেন। মোহালিতে ভারতীয় দলকে তিনিই নেতৃত্ব দেবেন।
আফগানিস্তানের বিরুদ্ধে ভারত প্রথম ম্যাচ খেলবে মোহালিতে। দ্বিতীয় ম্যাচ ইনদওরে। ১৪ জানুয়ারি হবে সেই ম্যাচ। শেষ ম্যাচ ১৭ জানুয়ারি। সেই ম্যাচ হবে বেঙ্গালুরুতে।