হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র
কয়েক ঘণ্টার নাটক শেষে জানা গিয়েছে, গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন হার্দিক পাণ্ড্য। নিলামের আগে হার্দিক গুজরাত ছাড়ায় নতুন অধিনায়ক খুঁজতে হবে তাদের। বেশ কয়েক জনের নাম উঠে এলেও দৌড়ে সবার আগে রয়েছেন শুভমন গিল। ভারতীয় তারকার উপরেই ভরসা দেখাতে পারে গুজরাত ফ্র্যাঞ্চাইজি।
গুজরাতে মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহার মতো অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার রয়েছেন। রশিদ খান, ডেভিড মিলারের মতো বিদেশিও রয়েছেন। গত বার আইপিএলে হার্দিক চোট পাওয়ায় কয়েকটি ম্যাচে রশিদকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। কিন্তু এ বার শুভমনের উপর ভরসা দেখাতে পারে দল। গুজরাতের এক কর্তা জানিয়েছেন, শুভমন দীর্ঘ দিন ধরে ভারতীয় দলে খেলছেন। ছোট ফরম্যাটে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিকদের কাছ থেকে দেখেছেন। তাই নেতৃত্ব দিতে তাঁর সমস্যা হবে না। ভারতের পরবর্তী অধিনায়কদের জল্পনাতেও রয়েছেন শুভমন। তাই তাঁকেই নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।
হার্দিকের দল বদল নিয়ে গত ৭২ ঘণ্টা ধরে জল্পনা চলছিল। রবিবার বিকাল পর্যন্তও মুম্বইয়ের সঙ্গে চুক্তি পাকা হয়নি হার্দিকের। কাদের ধরে রেখেছে আর কাদের ছেড়েছে, সেই ক্রিকেটারদের তালিকা দিতে দেরি করছিল গুজরাত। শেষ মুহূর্তে তালিকা পাঠানো হয়। সেখানে দেখা যায়, ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় হার্দিকের নাম সবার শেষে রয়েছে। সাধারণত কোনও দলের অধিনায়কের নাম সবার আগে থাকে। কিন্তু হার্দিকের নাম সবার শেষে থাকার অর্থ ছিল, শেষ মুহূর্তে হার্দিককে দলে রাখা হয়েছে।
তার কয়েক ঘণ্টা পরেই ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ়’ জানায়, সরকারী ভাবে হার্দিক মুম্বইয়ে যোগ দিয়েছেন। সেই বিষয়ে মুম্বই ও গুজরাত ফ্র্যাঞ্চাইজির মধ্যে আইনি বিষয় মিটে গিয়েছে। হার্দিককে সরাসরি টাকা দিয়ে কিনেছে মুম্বই। ওই রিপোর্টে বলা হয়, বিদেশি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে আরসিবি-তে বিক্রি করেছে মুম্বই। নিলামে গ্রিনকে ১৭ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল মুম্বই। এ বার তাঁকে ছেড়ে দিয়েছেন রোহিত শর্মারা। হার্দিককে ছেড়ে দিতে মুম্বইয়ের কাছে ১৫ কোটি টাকা চেয়েছিল গুজরাত। গ্রিনকে ছেড়ে দেওয়ায় সেই টাকা মুম্বইয়ের কাছে চলে এসেছে। সেই টাকাতে হার্দিককে কিনেছে তারা। যদিও এখনও দুই ফ্র্যাঞ্চাইজি সরকারী ভাবে কিছু ঘোষণা করেনি।