Ravichandran Ashwin

কানপুরে প্রথম দিন সাত ওভার বল করেই নজির অশ্বিনের, ছাপিয়ে গেলেন কুম্বলেকে

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বল করতে নেমে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ছাপিয়ে গেলেন অনিল কুম্বলেকে। এশিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫২
cricket

উইকেট নিয়ে উল্লাস রবিচন্দ্রন অশ্বিনের। ছবি: পিটিআই।

মাঠে নামলেই যেন নজির গড়ছেন রবিচন্দ্রন অশ্বিন। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। অশ্বিন বল করেছেন মোট ন’ওভার। সপ্তম ওভারেই নজির গড়েছেন তিনি। অশ্বিন ছাপিয়ে গিয়েছেন অনিল কুম্বলেকে।

Advertisement

এশিয়ার মাটিতে টেস্টে সর্বাধিক উইকেটে তালিকায় কুম্বলেকে টপকেছেন অশ্বিন। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আউট করে এই নজির গড়েছেন ভারতীয় স্পিনার। এশিয়ার মাটিতে এখন অশ্বিনের উইকেটের সংখ্যা ৪২০। তিন নম্বরে থাকা কুম্বলের উইকেটের সংখ্যা ৪১৯।

দেশের মাটিতে ৩৬৯টি উইকেট নিয়েছেন অশ্বিন। অর্থাৎ, আর ৩১টি উইকেট নিলে প্রথম ভারতীয় হিসাবে ভারতের মাটিতে ৪০০ উইকেটের মালিক হবেন তিনি। দেশ-বিদেশ মিলিয়ে ১০২টি টেস্টে ৫২৩টি উইকেট নিয়েছেন অশ্বিন। টেস্টে মোট উইকেটের তালিকায় ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। শীর্ষে কুম্বলে। তাঁর উইকেটের সংখ্যা ৬১৯।

এশিয়ার মাটিতে টেস্টে সর্বাধিক উইকেট শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিথরনের দখলে। তিনি ৬১২টি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে টেস্টেও সর্বাধিক উইকেট তাঁর। টেস্টে ৮০০টি উইকেট নিয়েছেন মুরলি। এশিয়ায় উইকেটের সংখ্যায় চার নম্বরেও রয়েছেন শ্রীলঙ্কার এক প্রাক্তন স্পিনার। রঙ্গনা হেরাথের উইকেটের সংখ্যা ৩৫৪। পাঁচ নম্বরে রয়েছেন ভারতের হরভজন সিংহ। ৩০০টি উইকেট নিয়েছেন তিনি। অর্থাৎ, প্রথম পাঁচে থাকা সকলেই স্পিনার। তিন জন ভারতের ও দু’জন শ্রীলঙ্কার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement