BGT 2024-25

বুমরাদের ভুল ধরে ফেলেছেন বোলিং কোচ, তবু হর্ষিতদের আড়াল করতে ব্যস্ত মর্কেল

অ্যাডিলেডে নজর কাড়তে ব্যর্থ ভারতের বোলিং আক্রমণ। প্রথম ইনিংসে ৩৩৭ রান করেছে অস্ট্রেলিয়া। দলের বোলারদের ভুল ধরে ফেললেও তাঁদের আড়াল করতে ব্যস্ত বোলিং কোচ মর্নি মর্কেল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ২২:১৪
cricket

উইকেট নিলেও অস্ট্রেলিয়াকে চাপে রাখতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন (বাঁ দিকে), যশপ্রীত বুমরারা। —ফাইল চিত্র।

পার্‌থে নজর কেড়েছিল ভারতের বোলিং। ঘরের মাঠে দাঁড়াতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটারেরা। কিন্তু অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে তা হয়নি। ভারতের বোলারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে ৩৩৭ রান করেছে অস্ট্রেলিয়া। দলের বোলারদের ভুল ধরে ফেলেছেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। কিন্তু তাঁদের আড়াল করতেই ব্যস্ত তিনি।

Advertisement

অস্ট্রেলিয়ার ৩৩৭ রানের মধ্যে একাই ১৪০ রান করেছেন ট্রেভিস হেড। তাঁকে সমস্যায় ফেলতে পারেননি যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজেরা। মর্কেলের মতে, ঠিক জায়গায় বল করতে পারেননি তাঁরা। দ্বিতীয় দিনের খেলা শেষে মর্কেল বলেন, “প্রথম টেস্টে আমাদের লাইন ও লেংথ দুর্দান্ত ছিল। আমরা ভেবেছিলাম দ্বিতীয় টেস্টেও সেটাই করব। উইকেট লক্ষ্য করে বল করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু সেটা করতে পারিনি। ঠিক লাইন ও লেংথে বল করতে পারিনি আমরা।”

দিন-রাতের টেস্টে আলোর নীচে পেসারদের সামলাতে সমস্যা হয় ব্যাটারদের। কিন্তু সেই সময় অসি ব্যাটারদের অফ স্টাম্পের বাইরে বল করে তাঁদের সুবিধা করে দিয়েছেন যশপ্রীত বুমরারা, এমনটাই মত মর্কেলের। তিনি বলেন, “আমরা বাইরে বাইরে বল করেছি। ফলে ওরা অনেক বল ছেড়েছে। এতে ওদের হাত জমে গিয়েছে। গোলাপি বলের টেস্টে রাতে ঠিক জায়গায় বল ফেললে খেলতে সমস্যা হয়। সেটা আমরা করতে পারিনি। সেই তুলনায় দ্বিতীয় দিন সকালে অনেক ভাল বল করেছি।”

অস্ট্রেলিয়ার ১০টি উইকেটের মধ্যে বুমরা ও মহম্মদ সিরাজ ৪টি করে উইকেট নিয়েছেন। কিন্তু হর্ষিত রানা ৮৬ রান দিয়েও কোনও উইকেট পাননি। কেকেআরের পেসারের পাশে দাঁড়িয়েছেন মর্কেল। তিনি বলেন, “হর্যিত নিজের দ্বিতীয় টেস্ট খেলছে। অস্ট্রেলিয়ায় এই সিরিজ় থেকে ও অনেক কিছু শিখবে। টেস্টে লুকনোর জায়গা থাকে না। ৫০ হাজার দর্শকের সামনে খেলা সহজ নয়। সেটা বুঝতে হবে। ও এই টেস্ট থেকে শিখে সামনের দিকে এগোবে। এই সময় আমার কাজে ওর কাঁধে হাত রাখা। আমি সেটাই করছি।” হর্ষিতের প্রতিভার প্রশংসা করেছেন মর্কেল। সেই কারণে এখন তাঁর ঢাল হয়ে দাঁড়িয়েছেন বোলিং কোচ।

Advertisement
আরও পড়ুন