কুলদীপ যাদব। —ফাইল চিত্র।
ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ় হেরেও গর্বিত কুলদীপ যাদব। সে কথা সমাজমাধ্যমে জানিয়েছেন ভারতীয় দলের স্পিনার। হার্দিক পাণ্ড্যর দলের সিরিজ় হার নিয়ে সমালোচনার মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে কুলদীপের মন্তব্য।
ওয়েস্ট ইন্ডিজ় সফরে চেনা ফর্মে দেখা গিয়েছে কুলদীপকে। তাঁর বল খেলতে সমস্যায় পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রায় সব ব্যাটারই। এক দিনের সিরিজ়ের পর ২০ ওভারের ক্রিকেটের সিরিজ়েও সাফল্য পেয়েছেন কুলদীপ। যদিও দলকে সিরিজ় জেতাতে পারেননি। সিরিজ় হার নিয়ে আক্ষেপ থাকলেও কুলদীপ গর্বিত তরুণ সতীর্থদের চারিত্রিক দৃঢ়তা দেখে।
টি-টোয়েন্টি সিরিজ়ে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পরেও সমতা ফিরিয়েছিল ভারতীয় দল। সেই অবস্থাতেও মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া ভারতীয় দল হাল না ছেড়ে দেয়নি। সিরিজ় জিততে না পারলেও তরুণ সতীর্থদের লড়াকু মানসিকতায় মুগ্ধ কুলদীপ। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘আমরা ফলাফলে হতাশ হয়েছি। কিন্তু গোটা সিরিজ়ে দলের কঠিন চরিত্র দেখে গর্বিত হয়েছি। আমরা আরও শিখব এবং শক্তিশালী ভাবে ফিরে আসব। আরও ভাল দল হয়ে ফিরে আসব।’’
নিজের পারফরম্যান্সেও খুশি কুলদীপ। বাঁহাতি স্পিনার বলেছেন, ‘‘উইকেট পাওয়ার লক্ষ্য নিয়ে বল করি না। বলের লেংথ এবং লাইন ঠিক রাখায় গুরুত্ব দিই। একটা নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী বল করার এবং সেটা বজায় রাখার চেষ্টা করি।’’ রবিবারের ম্যাচে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। তবে টি-টোয়েন্টি সিরিজ়ে চারটি ম্যাচ খেলে তাঁর ঝুলিতে এসেছে ছ’টি উইকেট। তিনটি এক দিনের ম্যাচে সাতটি উইকেট নিয়েছিলেন কুলদীপ।