কেমন দল চাইছেন দ্রাবিড় ছবি পিটিআই
ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। রবিবার শেষ ম্যাচে বিরাট কোহলীর মতো ক্রিকেটারকে ছাড়াই এসেছে জয়। তৃপ্ত ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। পাশাপাশি এটাও জানালেন, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন দল তাঁরা চান, সেটাও মোটামুটি ছকা হয়ে গিয়েছে।
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নেয় ভারত। এ বারের বিশ্বকাপ আট মাস পরে অস্ট্রেলিয়ায়। রবিবার দ্রাবিড় বলেছেন, “রোহিত, আমি, নির্বাচকরা এবং দল পরিচালন সমিতি এ ব্যাপারে আলোচনা করেছি। কী ধরনের দল চাই সে ব্যাপারে মোটামুটি ধারণা হয়েই গিয়েছে। নির্দিষ্ট কোনও ফরমুলা নেই। কিন্তু দলের ভারসাম্য কেমন রাখা উচিত সেটা জানি। আপাতত দলটাকে অন্য ভাবে গড়ে নিতে চাইছি এবং প্রত্যেকের চাপও কিছুটা কমাতে চাইছি।”
𝐓𝐇𝐀𝐓. 𝐖𝐈𝐍𝐍𝐈𝐍𝐆. 𝐅𝐄𝐄𝐋𝐈𝐍𝐆 ☺️ ☺️
— BCCI (@BCCI) February 20, 2022
What a performance this has been by the @ImRo45 -led #TeamIndia to complete the T20I series sweep! 🏆 👏#INDvWI | @Paytm pic.twitter.com/L04JzVL5Sm
দ্রাবিড়ের সংযোজন, “অস্ট্রেলিয়ায় যে ধরনের দক্ষতা থাকা দরকার, সেটা কাদের মধ্যে রয়েছে আমরা জানি। কিন্তু এখনও চূড়ান্ত কিছু ঠিক করে ফেলিনি। দলে জায়গা পাওয়ার জন্য প্রত্যেককে সমান সুযোগ দিতে চাই।”
সেই কারণেই রবিবারের দলে চার বদল করা হয়েছিল বলে জানিয়েছেন দ্রাবিড়। কোহলী, পন্থ ফিরে গিয়েছেন। তাঁদের ছাড়া আরও দু’জনকে দলে জায়গা দেওয়া হয়েছিল। দ্রাবিড়ের ব্যাখ্যা, “একটা কঠিন পরিস্থিতিতে আমরা বাস করছি। এখন নির্দিষ্ট একটাই দল নিয়ে প্রত্যেক ম্যাচে খেলা যায় না। দলটাকে শুধু ১৫ জন ক্রিকেটারে আবদ্ধ রাখতে রাজি নই। প্রত্যেক ক্রিকেটারকে এমন ভাবে সুযোগ দিতে চাই, যাতে বিশ্বকাপের আগে সবাই অন্তত ১০-১৫ বা ২০টি ম্যাচ খেলার সুযোগ পায়।”