KL Rahul

India vs South Africa 2022: বড় ধাক্কা ভারতের, চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই রাহুল, নেতা পন্থ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বৃহস্পতিবার থেকে শুরু হবে সেই সিরিজ। প্রথম ম্যাচ দিল্লিতে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ১৮:০৯

—ফাইল চিত্র

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চোটের জন্য বাদ লোকেশ রাহুল। তাঁর বদলে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। সংবাদ সংস্থা পিটিআই-কে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে চোটের জন্য বাদ রাহুল। চোটের জন্য বাদ কুলদীপ যাদবও।

বিসিসিআইয়ের এক কর্তা পিটিআইকে বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ লোকেশ রাহুল। তাঁর বদলে ঋষভ পন্থ নেতৃত্ব দেবেন।’’ রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ইশান কিশন ওপেন করবেন এই সিরিজে। সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বৃহস্পতিবার থেকে শুরু হবে সেই সিরিজ। প্রথম ম্যাচ হবে দিল্লিতে। দ্বিতীয় ম্যাচ ১২ জুন।সেই ম্যাচ কটকে। ১৪ জুন তৃতীয় ম্যাচে হবে বিশাখাপত্তনমে। ১৭ জুন রাজকোটে চতুর্থ ম্যাচ। শেষ ম্যাচ ১৯ জুন। বেঙ্গালুরুতে হবে সেই ম্যাচ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন