শতরান করলেন রাহুল।
১২২ রানে অপরাজিত রাহুল। ৪০ রানে ক্রিজে রহাণে। ২৭২-৩ রান তুলল ভারত।
দক্ষিণ আফ্রিকার মাটিতে শতরান করলেন রাহুল। খেলছেন ১০৪ রানে।
এনগিডির বলে ফিরে গেলেন কোহলী। প্রথম স্লিপে ধরা দিলেন। ৩৫ রানে ফিরলেন ভারত-নেতা।
ক্রিজে রাহুল ৭৯ এবং কোহলী ৩৪ রানে খেলছেন।
ক্রিজে রয়েছেন রাহুল (৬৮) এবং কোহলী (১৯)।
ময়াঙ্কের পর এ বার অর্ধশতরান করলেন রাহুল। ৫১ রানে খেলছেন তিনি।
পর পর দু’হলে দু’উইকেট পড়ে গেল ভারতের। শূন্য রানে আউট হলেন পুজারা। ভারতের রান ১১৭/২।
৬০ রান করে লুঙ্গি এনগিডির বলে আউট হলেন ময়াঙ্ক আগরওয়াল। ১১৭ রানে প্রথম উইকেট পড়ল ভারতের।
ভাল খেলছেন ময়াঙ্ক-রাহুল জুটি। ৪০ ওভারে ভারতের রান বিনা উইকেটে ১১৩। ময়াঙ্ক ৫৬ ও রাহুল ৪৭ রান করে খেলছেন।
শতরানের জুটি গড়লেন ভারতের দুই ওপেনার। ৩৫ ওভারে দলের রান বিনা উইকেটে ১০১। ময়াঙ্ক ৫৬ ও রাহুল ৩৫ রান করে খেলছেন।
অর্ধশতরান করলেন ময়াঙ্ক আগরওয়াল। ৩০ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৯০। ময়াঙ্ক ৫৩ ও রাহুল ২৯ রান করে খেলছেন।
ভাল খেলছেন ভারতের দুই ওপেনার। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত ৮৩/০। ময়াঙ্ক ৪৬ ও রাহুল ২৯ রান করে খেলছেন।
ওপেনিং জুটিতে ফের সফল রাহুল-ময়াঙ্ক। ওপেনিং জুটিতে ৫০ রান পেরিয়ে গেল ভারত।
ভারতের রান ১৫ ওভার শেষে বিনা উইকেটে ৪২। ময়াঙ্ক ২৬ ও রাহুল ১৬ রান করে খেলছেন।
ভাল খেলছেন দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ও লোকেশ রাহুল। দলের রান ১০ ওভার শেষে ৩২। ময়াঙ্ক ২৩ ও রাহুল ৯ করে খেলছেন।
ধরে খেলছেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল। দলের রান ৫ ওভার শেষে ৮।
সেঞ্চুরিয়নে টসে জিতলেন বিরাট কোহলী। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর। ভারতীয় দল- ময়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলী, অজিঙ্ক রহাণে, ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।