ছবি: টুইটার থেকে
সিরিজ পকেটে। পর পর দুটো ছয় মেরে ম্যাচ জেতালেন ঋষভ।
চার ওভারে তিন উইকেট নিলেন সাউদি। ১ রান করে আউট সূর্যকুমার।
৫৫ রান করে ফিরলেন ভারত অধিনায়ক। ম্যাচ প্রায় মুঠোয় ভারতের।
২৫তম অর্ধশতরান রোহিতের।
৪৯ বলে ৬৫ রান করে আউট হলেন রাহুল। টিম সাউদির বলে ছয় মারতে গিয়ে ক্যাচ দিলেন গ্লেন ফিলিপ্সের হাতে।
টি২০ ক্রিকেটে চতুর্থ বার ১০০ রানের জুটি গড়লেন রহিত-রাহুল। ভারতের হয়ে তাঁরাই ম্যাচ বার করে নিয়ে যাচ্ছেন।
টি২০ ক্রিকেটে ১৬তম অর্ধশতরান করলেন রাহুল।
দাপট রহিত-রাহুলের। ক্রিজে জমে গিয়েছেন তাঁরা।
পাওয়ার প্লে শেষে ৪৫ রান ভারতের। ২ ওভার বল করে ১১ রান দিলেন সাউদি। বোল্ট দিলেন ১৮ রান।
এখনও অবধি রোহিত, রাহুলকে কোনও বেগ দিতে পারেননি সাউদিরা।
শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করছেন রাহুলরা।
ভারতের হয়ে ওপেন করতে নামলেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল।
রাঁচিতে জয়ের জন্য ভারতের লক্ষ্য ১৫৪ রান। জিতলেই ২-০ ব্যবধানে এগিয়ে যাবে ভারত।
আম্পায়ার আউট না দিলেও বার হয়ে গেলেন নিশাম। ১২ বলে ৩ রান করেন তিনি।
২১ বলে ৩৪ রান করে আউট হলেন ফিলিপ্স। দ্বিতীয় উইকেট পেলেন হর্ষল।
উইকেট পেলেন অশ্বিন। সেইফার্টকে ফেরালেন তিনি। ১৫ বলে ১৩ রান করে আউট সেইফার্ট।
৪ ওভারে ২৬ রান দিয়ে একটি উইকেট নিলেন অক্ষর। নিউজিল্যান্ডের রানের গতি কিছুটা আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
অভিষেক ম্যাচে উইকেট পেলেন হর্ষল। ফিরিয়ে দিলেন মিচেলকে। ২৮ বলে ৩১ রান করলেন তিনি। সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মিচেল।
অক্ষর পটেলের বলে ক্যাচ তোলেন গ্লেন ফিলিপ্স। কিন্তু সহজ ক্যাচ ফেলে দিলেন বেঙ্কটেশ। হাতে ধরে ফেলেও শেষ মুহূর্তে বল ফেলে দিলেন তিনি।
অক্ষর পটেলের বলে ছয় মারতে গিয়ে আউট চ্যাপম্যান। ১৭ বলে ২১ রান করে ফিরলেন তিনি। ক্যাচ নিলেন লোকেশ রাহুল।