India vs New Zealand 2021

রাঁচিতেই সিরিজ জিতে নিল ভারত, দেখে নিন কোন পথে এল জয়

জয়পুরে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে আছে ভারত। রাঁচিতে জিতলেই সিরিজ পকেটে পুড়ে নেবেন রোহিত শর্মারা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২২:৫৭

ছবি: টুইটার থেকে

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২২:৪৯

ছয় মেরে ম্যাচ জেতালেন ঋষভ

সিরিজ পকেটে। পর পর দুটো ছয় মেরে ম্যাচ জেতালেন ঋষভ।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২২:৪২ key status

আউট সূর্যকুমার

চার ওভারে তিন উইকেট নিলেন সাউদি। ১ রান করে আউট সূর্যকুমার।

Advertisement
timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২২:৪০ key status

আউট রোহিত

৫৫ রান করে ফিরলেন ভারত অধিনায়ক। ম্যাচ প্রায় মুঠোয় ভারতের।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২২:৩৭

রোহিতের অর্ধশতরান

২৫তম অর্ধশতরান রোহিতের। 

Advertisement
timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২২:২৭ key status

আউট রাহুল

৪৯ বলে ৬৫ রান করে আউট হলেন রাহুল। টিম সাউদির বলে ছয় মারতে গিয়ে ক্যাচ দিলেন গ্লেন ফিলিপ্সের হাতে।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২২:২০

১০০ রানের জুটি গড়লেন রোহিত-রাহুল

টি২০ ক্রিকেটে চতুর্থ বার ১০০ রানের জুটি গড়লেন রহিত-রাহুল। ভারতের হয়ে তাঁরাই ম্যাচ বার করে নিয়ে যাচ্ছেন।

Advertisement
timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২২:১৪ key status

রাহুলের অর্ধশতরান

টি২০ ক্রিকেটে ১৬তম অর্ধশতরান করলেন রাহুল।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২২:০৯

১০ ওভারে ভারতের স্কোর ৭৯/০

দাপট রহিত-রাহুলের। ক্রিজে জমে গিয়েছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২১:৪২

৬ ওভারে ভারতের স্কোর ৪৫/০

পাওয়ার প্লে শেষে ৪৫ রান ভারতের। ২ ওভার বল করে ১১ রান দিলেন সাউদি। বোল্ট দিলেন ১৮ রান।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২১:৩৪

৪ ওভারে উঠল ৩২ রান

এখনও অবধি রোহিত, রাহুলকে কোনও বেগ দিতে পারেননি সাউদিরা।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২১:২০

২ ওভারে ১৬ রান ভারতের

শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করছেন রাহুলরা।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২১:১৯ key status

ব্যাট করতে নামলেন রোহিত-রাহুল

ভারতের হয়ে ওপেন করতে নামলেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:৫৮ key status

জয়ের জন্য ভারতের চাই ১৫৪ রান

রাঁচিতে জয়ের জন্য ভারতের লক্ষ্য ১৫৪ রান। জিতলেই ২-০ ব্যবধানে এগিয়ে যাবে ভারত।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:৪৭

আউট নিশাম

আম্পায়ার আউট না দিলেও বার হয়ে গেলেন নিশাম। ১২ বলে ৩ রান করেন তিনি।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:৩৭ key status

আউট ফিলিপ্স

২১ বলে ৩৪ রান করে আউট হলেন ফিলিপ্স। দ্বিতীয় উইকেট পেলেন হর্ষল।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:২৮

আউট সেইফার্ট

উইকেট পেলেন অশ্বিন। সেইফার্টকে ফেরালেন তিনি। ১৫ বলে ১৩ রান করে আউট সেইফার্ট।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:১৩

১৩ ওভারে ১০২ রান তুলল নিউজিল্যান্ড

৪ ওভারে ২৬ রান দিয়ে একটি উইকেট নিলেন অক্ষর। নিউজিল্যান্ডের রানের গতি কিছুটা আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:০৬ key status

আউট মিচেল

অভিষেক ম্যাচে উইকেট পেলেন হর্ষল। ফিরিয়ে দিলেন মিচেলকে। ২৮ বলে ৩১ রান করলেন তিনি। সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মিচেল।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:০০ key status

ক্যাচ ফেললেন বেঙ্কটেশ

অক্ষর পটেলের বলে ক্যাচ তোলেন গ্লেন ফিলিপ্স। কিন্তু সহজ ক্যাচ ফেলে দিলেন বেঙ্কটেশ। হাতে ধরে ফেলেও শেষ মুহূর্তে বল ফেলে দিলেন তিনি।

timer শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৯:৫০ key status

আউট চ্যাপম্যান

অক্ষর পটেলের বলে ছয় মারতে গিয়ে আউট চ্যাপম্যান। ১৭ বলে ২১ রান করে ফিরলেন তিনি। ক্যাচ নিলেন লোকেশ রাহুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন