ফের হতাশ বিরাট। ছবি: রয়টার্স
রোহিত শর্মাহীন ভারতীয় দলে ব্যাটিংয়ে বড় দায়িত্ব বিরাট কোহলীর কাঁধে। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে রেকর্ডের সামনে ছিলেন বিরাট। প্রয়োজন ছিল মাত্র ৪০ রান। সেটাই করলেই ইংল্যান্ডের বিরুদ্ধে দু’হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারতেন তিনি। সুনীল গাওস্কর এবং সচিন তেন্ডুলকরের পর তিনিই প্রথম ব্যাটার, যিনি এই মাইলফলক ছুঁতে চলেছেন। কিন্তু মাত্র ১১ রান করেই থেমে গেলেন বিরাট।
শুক্রবারের টেস্ট শুরুর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলীর সংগ্রহ ১৯৬০ রানের। ২৭টি টেস্টে ৪৮টি ইনিংস খেলেছেন তিনি। গড় ৪৩.৫৫। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি শতরান রয়েছে বিরাটের। ২০১৮ সালেই তিনটি শতরান করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৫ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। সেটাই টেস্টে তাঁর সর্বাধিক রানের ইনিংস।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬টি ইনিংস খেলে দু’হাজার রান করেছিলেন সচিন। গাওস্করের লেগেছিল ৪৭টি ইনিংস। মোট ২৩টি টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সচিনের সংগ্রহ ২০৩১ রান। গাওস্কর ২৫টি টেস্ট খেলে করেছিলেন ২০০৬ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে সচিনের ছ’টি শতরান রয়েছে, গাওস্কর করেছিলেন চারটি শতরান।
দ্বিতীয় ইনিংসে ২৯ রান করলেই ইংল্যান্ডের বিরুদ্ধে দু’হাজার রান করে ফেলবেন বিরাট। সমর্থকরাও সেই আশাতেই রয়েছেন।