অজিঙ্ক রাহানে। ছবি: পিটিআই।
২০৯ রানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে নিল অস্ট্রেলিয়া। আবার হার ভারতের।
২৩ রান করে নেথান লায়নের বলে আউট হয়ে গেলেন ভরত। অস্ট্রেলিয়ার জিততে দরকার আর ১ উইকেট।
১ রান করে মিচেল স্টার্কের বলে আউট উমেশ।
লায়নের বলে এলবিডব্লিউ শার্দূল। জয়ের জন্য আর তিন উইকেট চাই অস্ট্রেলিয়ার।
ভারতের জয়ের জন্য বিরাট এবং রাহানের থাকা জরুরি ছিল। তাঁরা ধীর স্থির ভাবে শুরুটাও করেছিলেন। কিন্তু বিরাট লোভ সামলাতে পারলেন না। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়ালেন তিনি। রাহানে এখনও ক্রিজে রয়েছেন। কিন্তু জাডেজাও নেমে মাত্র ২ বল খেলে আউট হয়ে গেলেন। বোলান্ডের এক ওভারেই ভারতের জয়ের আশা অনেকটাই কমে গেল।
একই ওভারে বিরাট এবং জাডেজাকে তুলে নিলেন স্কট বোলান্ড। দু'জনেই অফ স্টাম্পের বাইরের বলে আউট হলেন।
সব থেকে বড় উইকেট হারাল ভারত। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে মাঠ ছাড়লেন তিনি। শনিবার থেকে যে বল বার বার ছেড়ে দিচ্ছিলেন, সেই বলেই শেষ পর্যন্ত আউট হলেন। ভারতীয় সমর্থকদের চাপ বাড়ল।
জয়ের জন্য এখনও ২৬৮ রান প্রয়োজন ভারতের। অস্ট্রেলিয়ার বোলান্ড এবং কামিন্স দুই দিক থেকে বল করছেন। তাঁদের বাউন্স সামলাতে হচ্ছে ভারতীয় ব্যাটারদের।
বিরাট এবং রাহানের জুটিতে পঞ্চম দিনের শুরু ভারতের। প্রথম দিকে বল দেখে খেলার চেষ্টায় রয়েছেন তাঁরা।
টেস্টের শেষ দিনে জয়ের জন্য ভারতের ২৮০ রান প্রয়োজন। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানে। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। অস্ট্রেলিয়ার জয়ের জন্য চাই সাত উইকেট। যে জিতবে, তারা পাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের শিরোপা।
It all boils down to this! The final day of the World Test Championship Final.
— BCCI (@BCCI) June 11, 2023
Let's do this #TeamIndia 💪🏾 #WTC23 pic.twitter.com/i91euseQ4v