Rohit Sharma

ভারতীয় শিবিরে অশান্তি! আবার মেজাজ হারালেন রোহিত, হারের দায় চাপিয়ে দিলেন জাডেজার ঘাড়ে

আমদাবাদে খেলতে নামার আগে ইনদওরে হারের জ্বালা ভুলতে পারছেন না রোহিত শর্মা। ইনদওরে হারের জন্য এ বার সরাসরি জাডেজার উপর দোষ চাপালেন ভারত অধিনায়ক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ১৭:৩১
Picture of Rohit Sharma

সাংবাদিক বৈঠকে মেজাজ হারালেন রোহিত শর্মা। ভুল ডিআরএস নেওয়া নিয়ে প্রশ্ন করতেই রেগে গেলেন তিনি। —ফাইল চিত্র

ইনদওরে হার এখনও মাথা থেকে যাচ্ছে না রোহিত শর্মার। বৃহস্পতিবার আমদাবাদে চতুর্থ টেস্ট খেলতে নামছে ভারত। তার আগে এখনও আগের টেস্টে হারের কথা টেনে আনছেন ভারত অধিনায়ক। এ বার তো সরাসরি সতীর্থের ঘাড়ে হারের দায় চাপালেন রোহিত।

চতুর্থ টেস্টের আগে সাংবাদিক বৈঠকে রোহিতকে ডিআরএস নিয়ে প্রশ্ন করা হয়। ইনদওরে দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাডেজার আবেদনে তিনটি রিভিউ নষ্ট করেছিলেন রোহিত। তার পর মাঠেই মেজাজ হারাতে দেখা গিয়েছিল তাঁকে। এ বারেও মেজাজ হারালেন রোহিত। তিনি বলেন, ‘‘সব দায় জাড্ডুর। ও মনে করে সব বলেই আউট হবে। রিভিউ ও ভাবে নষ্ট না করলে হয়তো খেলার ফল অন্য হতে পারত। পরের দিকে অনেক ক্ষেত্রে আমাদের মনে হয়েছে উইকেট পেতে পারতাম। কিন্তু সুযোগ না থাকায় রিভিউ নিতে পারিনি।’’

Advertisement

তার পরে অবশ্য সুর কিছুটা নরম করেন ভারত অধিনায়ক। রোহিত বলেন, ‘‘আমি বুঝি, খেলার মধ্যে সবাই উত্তেজিত হয়ে পড়ে। সেখানেই তো আমার ভূমিকা। কিন্তু আমাকে তো বলতে হবে যে বল উইকেটের লাইনে লেগেছে কি না। ইনদওরে তো অনেক বল লেগ স্টাম্পের বাইরে লাগছিল। তা হলে কী ভাবে আউট হবে? সেটা তো বোলারকে বুঝতে হবে। আশা করছি পরের টেস্টে এই ভুল আমরা করব না।’’

ইনদওরের ঘূর্ণি পিচে রিভিউ নিতে সমস্যা হচ্ছিল বলেও জানিয়েছেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ‘‘ইনদওরে বল খুব ঘুরছিল। তাই আমাদের তিনটে বিষয় ভাবতে হচ্ছিল। বল কোথায় পড়েছে, প্যাডের কোথায় বল লেগেছে ও বল কতটা ঘুরেছে। দিল্লিতে বল খুব বেশি ঘুরছিল না। তাই বল কোথায় পড়েছে আর প্যাডের কোথায় লেগেছে শুধু সেটা ভাবলেই হচ্ছিল। ইনদওরের ঘূর্ণি আমাদের বেশি সমস্যায় ফেলেছে।’’

রিভিউ নেওয়ার সময় বোলারের পাশাপাশি উইকেটরক্ষকেরও বড় ভূমিকা থাকে। সেখানে কিছুটা হলেও ব্যর্থ শ্রীকর ভরত। তবে তাঁকে খুব বেশি দোষ দিতে নারাজ রোহিত। তিনি বলেন, ‘‘ভরতের কাছে ডিআরএস একেবারে নতুন। কারণ, দেশের হয়ে ও বেশি খেলেনি। আর রঞ্জি বা ভারত এ দলের হয়ে খেলার সময় ডিআরএস থাকে না। তাই ওকে সময় দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement