KL Rahul

India vs West Indies 2022: চোট সারিয়ে প্রায় সুস্থ কেএল রাহুল, কবে যেতে পারেন ওয়েস্ট ইন্ডিজ

বেশ কয়েকটি সিরিজে জাতীয় দলের বাইরে থাকার পর ভারতীয় দলে ফিরতে চলেছেন লোকেশ রাহুল। শনিবার রওনা দিতে পারেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ১৫:০৮
ওয়েস্ট ইন্ডিজ যাবেন লোকেশ রাহুল।

ওয়েস্ট ইন্ডিজ যাবেন লোকেশ রাহুল। —ফাইল চিত্র

ভারতীয় দলে ফিরতে চলেছেন লোকেশ রাহুল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে চোট পেয়েছিলেন তিনি। এর পর চিকিৎসা করাতে যেতে হয়েছিল জার্মানিতে। বেশ কয়েকটি সিরিজ জাতীয় দলের বাইরে থাকার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরতে চলেছেন রাহুল। শনিবার রওনা হতে পারেন ভারতীয় ব্যাটার। যাবেন কুলদীপ যাদবও।

রাহুল এবং কুলদীপ দু’জনকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে রাখা হলেও তাঁরা সুস্থ হলে তবেই যোগ দেবেন বলে জানানো হয়েছিল বোর্ডের তরফে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) দু’জনেই রিহ্যাবে রয়েছেন। সেখানে তাঁরা ফিট হলে তবেই রওনা দেবেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে। সূত্রের খবর, দু’জনেই সুস্থ হয়ে উঠেছেন। শনিবার রওনা দেবেন তাঁরা।

Advertisement

২৯ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের। তার আগে ২২ জুলাই থেকে শুরু হবে এক দিনের সিরিজ। সেই সিরিজে অধিনায়ক শিখর ধবন। এক দিনের সিরিজ খেলার জন্য ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছেন। রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, বিরাট কোহলীরা এই সিরিজে খেলবেন না। টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন রোহিত। পুরো সফরেই বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটদের।

আরও পড়ুন
Advertisement