ICC Ranking

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জিতে আইসিসি ক্রমতালিকায় কোথায় ভারত

এ বার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ়‌। বুধবার তিরুঅনন্তপুরমে সিরিজ়ের প্রথম ম্যাচ খেলা হবে। সেখানে জিততে পারলে আরও পয়েন্ট পাবে রোহিতের দল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৪
সিরিজ়ে জিতে ক্রমতালিকায় কোথায় ভারত?

সিরিজ়ে জিতে ক্রমতালিকায় কোথায় ভারত? ছবি পিটিআই

অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরি‌জ়ে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের আগে ভাল ছন্দে রয়েছে ভারত। রবিবার সিরিজ়‌ জয়ের পর টি-টোয়েন্টি ক্রমতালিকায় নিজেদের শীর্ষ স্থান আরও পোক্ত করে নিল তারা। এই মুহূর্তে রোহিত শর্মাদের রয়েছে ২৬৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড রয়েছে সাত পয়েন্ট পিছনে।

অস্ট্রেলিয়ার পর এ বার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ়‌। বুধবার তিরুঅনন্তপুরমে সিরিজ়ের প্রথম ম্যাচ। সেখানে জিততে পারলে আরও পয়েন্ট পাবে রোহিতের দল। ফলে শীর্ষ স্থান আরও মজবুত হবে। সে ক্ষেত্রে টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা দল হিসাবেই বিশ্বকাপে খেলতে নামবে ভারত।

Advertisement

ভারতের এই জয়ে মুখ্য ভূমিকা নিয়েছে পাকিস্তান। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের চতুর্থ ম্যাচে তাদের জয়ই ভারতের শীর্ষ স্থান আরও মজবুত করেছে। ক্রমতালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তাদের দখলে রয়েছে ২৫৮ পয়েন্ট। পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ়ের বাকি তিন ম্যাচ থেকে আরও বেশ কিছুটা র‌্যাঙ্কিং পয়েন্ট পাওয়া যাবে। ফলে দুই দলের কাছেই একে অপরকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে।

গত বারের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ষষ্ঠ স্থানে রয়েছে। তারা ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় এবং ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপে নামবে।

আরও পড়ুন
Advertisement