india cricket

India Vs West Indies: ম্যাচ জিতলেও রেফারির কোপে ধবনরা, দিতে হল জরিমানা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে মন্থর বোলিং করে ভারত। তার ফলে প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ০৭:০৪
জরিমানা দিতে হল ধবনদের

জরিমানা দিতে হল ধবনদের ছবি: পিটিআই

জেতার পরেও জরিমানা দিতে হল ভারতীয় ক্রিকেটারদের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য ভারতীয় ক্রিকেটারদের প্রত্যেকের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

প্রথম এক দিনের ম্যাচে বল করতে গিয়ে নির্ধারিত সময়ে ৪৯ ওভার বল করেন ভারতীয় বোলাররা। এক ওভার কম করার ফলে ফলে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারতীয় দলকে জরিমানা করেন। নিজেদের দোষের কথা স্বীকার করে নিয়েছেন ভারত অধিনায়ক শিখর ধবন। তাই আলাদা করে শুনানির প্রয়োজন পড়েনি।

Advertisement

আইসিসি-র তরফে একটি বিবৃতিতে বলে হয়েছে, ‘আইসিসির আইনের ২.২২ নম্বর ধারা অনুযায়ী মন্থর বোলিং করার জন্য ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে ফের এই ভুল হলে জরিমানার পরিমান বাড়বে।’

Advertisement
আরও পড়ুন