India vs England

বাতিল ভারতের প্রস্তুতি ম্যাচ, বৃষ্টিতে ভেস্তে গেল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা, অপেক্ষা ৩ অক্টোবরের

শনিবার টসের পরেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সেই কারণে সঠিক সময়ে খেলা শুরু করা যায়নি। পরে খেলা বাতিল করে দেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৪
Guwahati stadium

গুয়াহাটির স্টেডিয়ামে বৃষ্টি। ছবি: টুইটার।

রোহিত শর্মাদের প্রস্তুতি ম্যাচ বাতিল। ইংল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটিতে খেলাই হল না। শনিবার টসের পরেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সেই কারণে সঠিক সময়ে খেলা শুরু করা যায়নি। পরে খেলা বাতিল করে দেওয়া হয়। ৩ অক্টোবর ভারতের পরের প্রস্তুতি ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই ম্যাচ হবে তিরুঅনন্তপুরমে।

Advertisement

ভারতে বিশ্বকাপ নিয়ে আগ্রহ তুঙ্গে। অসংখ্য দর্শক প্রস্তুতি ম্যাচ দেখতেও গুয়াহাটির স্টেডিয়ামে গিয়েছেন। তবে অনেকেই মাঠে ঢুকতে পারেননি। প্রবল বৃষ্টির কারণে রাস্তায় আটকে যান তাঁরা। সমর্থকেরা অপেক্ষা করছিলেন বৃষ্টি থামার। অপেক্ষা করছিলেন বিরাটেরাও। বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগ ছিল। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলে নিজেদের পরীক্ষাও করে নিতে পারতেন রোহিতেরা। কিন্তু সেই সুযোগ দিল না বৃষ্টি।

ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচ চেন্নাইয়ে খেলবে ভারত। রোহিতদের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। দিল্লিতে হবে সেই ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ ১৪ অক্টোবর। এ বারের বিশ্বকাপে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেমিফাইনালে উঠতে মোট ন’টি ম্যাচ খেলতে হবে সব দলকে। ভারতের শেষ ম্যাচ ১২ নভেম্বর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে হবে রোহিতদের।

gfx

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

৩ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে খেলবেন রোহিতেরা। সেখানেও শনিবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন
Advertisement