পরের বছর আবার এ ভাবেই ক্রিকেট মাঠে মাতবেন ভারত, পাকিস্তানের সমর্থকেরা। ফাইল ছবি
এই মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ভারত। আগামী ফেব্রুয়ারিতেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মাদের প্রথম ম্যাচ যেমন বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে, আগামী বছর ফেব্রুয়ারিতে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ২০২৩ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। ভারত নামছে ১২ ফেব্রুয়ারি। সে দিন পার্লে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড। ভারতের পরের ম্যাচ কেপ টাউনে ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তিন দিন পরে ১৮ ফেব্রুয়ারি ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচ জেবেরহায়। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ জেবেরহাতেই ২০ ফেব্রুয়ারি, বিপক্ষে আয়ারল্যান্ড।
Mark your calendars 📅
— ICC (@ICC) October 3, 2022
All the fixtures for the eighth Women's T20 World Cup in South Africa next year 👇https://t.co/BEaPA7XEhF
কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে ১০ ফেব্রুয়ারি প্রতিযোগিতা শুরু হচ্ছে। এই গ্রুপের বাকি তিনটি দল অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল শেষ চারে উঠবে। দু’টি সেমিফাইনাল ম্যাচ ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। ফাইনাল ২৬ ফেব্রুয়ারি। এই তিনটি ম্যাচই কেপ টাউনে।