ICC Champions Trophy 2025

ভারতকে হুঁশিয়ারি আইসিসি-র, জার্সিতে পাকিস্তানের নাম না থাকলে শাস্তির মুখে পড়বে বিসিসিআই?

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। নিয়ম মতো প্রতিটি দেশের জার্সিতেই প্রতিযোগিতার লোগো থাকে। কিন্তু ভারত নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম রাখতে রাজি নয়। সেই খবর পেয়ে হুঁশিয়ারি দিয়েছে আইসিসি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১২:৫৭
cricket

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। — ফাইল চিত্র।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। নিয়ম মতো প্রতিটি দেশের জার্সিতেই আইসিসির এই প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম লেখা থাকে। কিন্তু ভারত নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম রাখতে রাজি নয় বলে জানা গিয়েছে। সেই খবর পেয়ে হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। জানিয়েছে, বিসিসিআই নিয়ম না মানলে শাস্তি হতে পারে।

Advertisement

আইসিসি-র এক কর্তা পাকিস্তানের এক সংবাদমাধ্যমে বলেছেন, “জার্সিতে প্রতিযোগিতার লোগো রাখা প্রতিটা দেশের দায়িত্ব। এই নিয়ম অংশগ্রহণকারী প্রতিটা দেশ মানতে বাধ্য।” শোনা যাচ্ছে, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো জার্সিতে না রাখে তা হলে কড়া শাস্তি দেওয়া হতে পারে। যদিও আইসিসি সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি। পাকিস্তান বোর্ডও জানিয়েছে, ভারত যে লোগো লাগাবে না জার্সিতে এমন কোনও তথ্য তাদের কাছে নেই।

জল্পনার উদ্রেক হয়েছে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্তার কথায়। তিনি বলেছিলেন, “বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটা খেলার জন্য ভাল নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না।”

ভারত প্রথম থেকেই পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার বিপক্ষে ছিল। যে কারণে আইসিসি হাইব্রিড মডেলে এই প্রতিযোগিতার আয়োজন করে। ভারত নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। সেমিফাইনাল এবং ফাইনালে যদি রোহিত শর্মারা ওঠেন, তা হলে সেই সব ম্যাচও হবে দুবাইয়ে। আয়োজক পাকিস্তান যে নিয়ম মেনে নিতে বাধ্য হয়। তবে তারা পাল্টা ভারতে খেলতে না আসার কথা বলে। আগামী দিনে আইসিসি-র কোনও প্রতিযোগিতা খেলতে ভারতে আসবে না পাকিস্তান। সেগুলিও হাইব্রিড মডেলে হবে।

Advertisement
আরও পড়ুন