ICC Champions Trophy

নজরে চ্যাম্পিয়ন্স ট্রফি, প্রস্তুতি দেখতে পাকিস্তানে যাবে আইসিসির প্রতিনিধি দল, আশাবাদী পাক কর্তারা

প্রতিযোগিতার প্রধান বিষয়গুলির প্রস্তুতি খতিয়ে দেখবেন আইসিসির প্রতিনিধিরা। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করতে পারেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৫
picture of ICC champions trophy

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। —ফাইল চিত্র।

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি সুষ্ঠু ভাবে আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুরু হয়ে গিয়েছে স্টেডিয়াম সংস্কারের কাজ-সহ বিভিন্ন প্রস্তুতি। আয়োজক দেশের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে যাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধি দল।

Advertisement

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি কী ভাবে হবে এখনও নিশ্চিত নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাকিস্তানে খেলতে পাঠাবে কিনা, তা নিয়েও রয়েছে সংশয়। তবে নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানের ক্রিকেট কর্তারা। পিসিবির প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে সে দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি। পিসিবি সূত্রে খবর, আগামী ১০ দিনের মধ্যে পাকিস্তানে পৌঁছাতে পারেন আইসিসির প্রতিনিধিরা। প্রতিযোগিতার প্রধান বিষয়গুলির প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করতে পারেন আইসিসির প্রতিনিধিরা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পিসিবির এক কর্তা বলেছেন, ‘‘আইসিসির প্রতিনিধি দলের সফরের পর প্রতিযোগিতার সূচি এবং টিকিট বিক্রির বিষয়টি ঘোষণা করা হবে। একটু দেরি হয়ে গিয়েছে। আমাদের আশা, আইসিসি খুব দ্রুত সব কিছু ঘোষণা করবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘পরিকল্পনা অনুযায়ী পুরো দমে প্রস্তুতির কাজ চলছে। স্টেডিয়ামগুলির যা যা সংস্কার প্রয়োজন, সব করা হচ্ছে। বাকিটা আইসিসির ব্যাপার। ওদের সিদ্ধান্ত নিতে হবে।’’

কয়েক দিন আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেন, ‘‘২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে। আমরা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। জয় শাহের সঙ্গেও যোগাযোগ রাখছি। জয় আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ায় আমরা চিন্তিত নই।’’ তাঁর কথার সূত্র ধরেই ওই পিসিবি কর্তা বলেছেন, ‘‘আইসিসির চেয়ারম্যান হিসাবে সব দেশের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব জয়ের। আমাদের আশা, তিনি নিরপেক্ষ ভাবে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।’’

আগামী ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বিসিসিআই সচিব জয়। পঞ্চম ভারতীয় হিসাবে আইসিসির শীর্ষ পদে বসতে চলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির প্রতিযোগিতা হওয়ায় প্রতিযোগিতা সুষ্ঠু ভাবে আয়োজনের দায় থাকবে তাঁর উপরও।

আরও পড়ুন
Advertisement