Syed Mushtaq Ali Trophy

ব্যাট হাতে ব্যর্থ, বল হাতেও সাফল্য পেলেন না, হারল দলও, তবু হৃদয় জিতলেন হার্দিক!

মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে ৬ বলে ৫ রান করেন হার্দিক। বল হাতেও সুবিধা করতে পারেননি। ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। তবু ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছেন বরোদার অলরাউন্ডার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ২০:৪০
picture of Hardik Pandya

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মুম্বই এবং বরোদা। ক্রুণাল পাণ্ড্যর দলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছেন শ্রেয়স আয়ারেরা। এই ম্যাচে বরোদার প্রধান ভরসা ছিলেন হার্দিক পাণ্ড্য। ব্যাট হাতে তিনি ব্যর্থ হয়েছেন। বল হাতেও বলার মতো সাফল্য পাননি। তাঁর দলও হেরেছে। তবু ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন হার্দিক।

Advertisement

ক্রণাল, শ্রেয়স, হার্দিক ছাড়াও বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন অজিঙ্ক রাহানে, শিবম দুবে, সূর্যকুমার যাদব, পৃথ্বী শর মতো ক্রিকেটারেরা। স্বভাবতই তাঁদের খেলা দেখতে এসেছিলেন বেশ কিছু ক্রিকেটপ্রেমী। ছিল নিরাপত্তা ব্যবস্থাও। তবু খেলা চলাকালীন কয়েক জন যুবক মাঠের মধ্যে ঢুকে যান। লং অফে ফিল্ডিং করা হার্দিকের প্রায় কাছাকাছি পৌঁছে যান তাঁরা। ওই ক্রিকেটপ্রেমীদের মাঠ থেকে বের করতে সঙ্গে সঙ্গে ছুটে যান নিরাপত্তাকর্মীরাও। তাঁরা ওই ক্রিকেটপ্রেমীদের ঘাড় ধরে মাঠ থেকে বের করার চেষ্টা করলে এগিয়ে আসেন হার্দিক। ভারতীয় দলের অলরাউন্ডার নিরাপত্তাকর্মীদের অনুরোধ করেন, ভাল ভাবে বুঝিয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য। কাউকে কোনও রকম আঘাত না করার জন্যও অনুরোধ করেন। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। হার্দিকের ভূমিকার প্রশংসা করেছেন অনেকেই।

এ দিনের ম্যাচে ব্যাট হাতে ৬ বলে ৫ রান করেছেন হার্দিক। বল হাতেও তেমন সুবিধা করতে পারেননি। ৪ ওভার বল করে ২৯ রান দেন। শুধু পৃথ্বীর উইকেট পান তিনি।

Advertisement
আরও পড়ুন