IPL 2025

ভাল শুরু করেও বড় রান তুলতে ব্যর্থ শুভমনের গুজরাত, জয়ের জন্য লখনউয়ের চাই ১৮১

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন শুভমন গিল এবং সাই সুদর্শন। কিন্তু গুজরাত টাইটান্সের পরের ব্যাটারেরা রান তোলার গতি ধরে রাখতে পারলেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৭:২২
Picture of IPL

(বাঁ দিকে) সাই সুদর্শন এবং শুভমন গিল (ডান দিকে)। ছবি: বিসিসিআই।

অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৬ উইকেটে ১৮০ রানে শেষ হল গুজরাত টাইটান্সের ইনিংস। দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমন গিলের ১২০ রানের জুটি ভাল জায়গায় পৌঁছে দেয় সফরকারীদের। যদিও তাঁদের তৈরি ভিতের উপর রানের পাহাড় তৈরি করতে পারলেন না গুজরাতের অন্য ব্যাটারেরা।

Advertisement

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। সুদর্শনকে নিয়ে প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগান গুজরাত অধিনায়ক। ইনিংসের শুরু থেকে আগ্রাসী মেজাজে ছিলেন দু’জনেই। সুদর্শন খেললেন ৩৭ বলে ৫৬ রানের ইনিংস। ৭টি চার এবং ১টি ছয় মেরেছেন তিনি। শুভমনের ব্যাট থেকে এল ৩৮ বলে ৬০ রানের ইনিংস। ৬টি চার এবং ১টি চার মারেন তিনি। ১২.১ ওভারে ১২০ রান তোলেন দু’জনে।

দুই ওপেনারের ভাল শুরু কাজে লাগাতে পারলেন না গুজরাতের অন্য ব্যাটারেরা। এক সময় মনে হচ্ছিল ২১০-২২০ রানে পৌঁছে যাবেন শুভমনেরা। কিন্তু অধিনায়ক আউট হওয়ার এক ওভার পরই সাজঘরে ফিরে যান সুদর্শনও। জয় বাটলার (১৬), ওয়াশিংটন সুন্দরেরা (২) দলের রান তোলার গতি বজায় রাখতে পারলেন না। সেই সুযোগে লখনউকে লড়াইয়ে ফেরালেন বোলারেরা। দুই স্পিনার রবি বিশ্নোই এবং দিগ্বেশ রাঠী শেষ দিকের ওভারগুলিতে চাপে রাখলেন প্রতিপক্ষ ব্যাটারদের। শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা করলেন শেরফান রাদারফোর্ড। যদিও তিনি করলেন ১৯ বলে ২২। রাহুল তেওয়াটিয়া (শূন্য) পারলেন না। শাহরুখ খানের ব্যাট থেকে এল ১১ রানের অপরাজিত ইনিংস। রশিদ খান করলেন অপরাজিত ৪।

লখনউয়ের বোলারদের মধ্যে সফলতম শার্দূল ঠাকুর ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন। ৩৬ রানে ২ উইকেট বিশ্নোইয়ের। ৩০ রানে ১ উইকেট দিগ্বেশের। আবেশ খান ১ উইকেট নিলেন ৩২ রান দিয়ে।

Advertisement
আরও পড়ুন