ICC ODI World Cup 2023

বুমরার ক্লাসে ভর্তি হয়ে যাও, তবেই বিশ্বকাপে কিছু করতে পারবে! শাহিনকে পরামর্শ পাক ক্রিকেটারের

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচের আগে পর্যন্ত বুমরার উইকেট সংখ্যা সব থেকে বেশি। মাত্র ১১.৫২ গড়ে ৮টি উইকেট নিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ১৩:৫০
odi world cup

শাহিন শাহ আফ্রিদি —ফাইল চিত্র

এ বারের বিশ্বকাপে পাকিস্তানের হয়ে বল হাতে তেমন ছন্দে নেই শাহিন শাহ আফ্রিদি। তিন ম্যাচে তিনি ৪টি উইকেট নিয়েছেন। তবে তার জন্য ১৩৯ রান দিয়েছেন। আগের থেকে গতিও কমেছে শাহিনের। এই অবস্থায় ভারতের মাটিতে সফল হওয়ার জন্য শাহিনের উচিত যশপ্রীত বুমরাকে নকল করা, এমনটাই মত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনিসের।

Advertisement

ভারতে বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে ইউনিসকে। সেখানেই তিনি বলেন, ‘‘আমি জানি না শাহিনের ফিটনেস নিয়ে কোনও সমস্যা হচ্ছে কি না। উইকেট নেওয়ার জন্য শাহিন বলে অনেক বৈচিত্র আনার চেষ্টা করছে। সেটাই ভুল করছে। স্বাভাবিক বোলিং করতে পারছে না।’’

ইউনিসের মতে, শাহিনের শক্তি প্রতিপক্ষ বুঝে গিয়েছে। তাই উইকেট পেতে সমস্যা হচ্ছে তাঁর। ইউনিস বলেন, ‘‘প্রতিপক্ষ ব্যাটার বুঝে গিয়েছে যে শাহিন শুরুতে ইয়র্কার করার চেষ্টা করবে। তাই তারাও তৈরি থাকছে। সেখানেই ব্যাটারদের টেক্কা দিতে সমস্যা হচ্ছে শাহিনের। তার ফল ভুগতে হচ্ছে পাকিস্তানকে।’’

এই পরিস্থিতিতে বুমরাকে নকল করার পরামর্শ শাহিনকে দিয়েছেন ইউনিস। তিনি বলেন, ‘‘বুমরা একটা নির্দিষ্ট লাইন ও লেংথে বল করছে। প্রতিটা বল উইকেটে করছে। ফলে ব্যাটার ভুল করলেই ও উইকেট পায়। শাহিনকে সেটাই করতে হবে। খুব বেশি বৈচিত্র করতে গেলে স্বাভাবিক বোলিংয়ে সমস্যা হয়। বুমরাকে নকল করলে তবেই বিশ্বকাপে শাহিন সফল হতে পারবে।’’

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচের আগে পর্যন্ত বুমরার উইকেট সংখ্যা সব থেকে বেশি। মাত্র ১১.৫২ গড়ে ৮টি উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সাত ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বুমরা। হয়েছেন ম্যাচের সেরা। তাঁকে নকল করার পরামর্শ শাহিনকে দিলেন ইউনিস।

Advertisement
আরও পড়ুন