Wasim Akram

মার্জার সরণিতে হাঁটবে না, তবু বিড়ালের লোম কাটার খরচ আই ফোনের দামের সমান, আক্রমের সুইংয়ে বোল্ড ভক্তেরা

ওয়াসিম আক্রম খেলা ছাড়ার পরেও আলোচনার কেন্দ্রে। পোষ্য বিড়ালের লোম কাটার জন্য পাকিস্তানের মূল্যে খরচ করেছেন ১ লক্ষ ৮৫ হাজার টাকা। তাতেই আলোচনায় তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৮:৪৭
wasim akram

ওয়াসিম আক্রম। —ফাইল চিত্র।

ক্রিকেটার হিসাবে তাঁর সুইং ছিল আলোচনার বিষয়। সুইংয়ের সুলতান বলা হত তাঁকে। সেই ওয়াসিম আক্রম খেলা ছাড়ার পরেও আলোচনার কেন্দ্রে। পোষ্য বিড়ালের লোম কাটার জন্য পাকিস্তানের মূল্যে খরচ করেছেন ১ লক্ষ ৮৫ হাজার টাকা। তাতেই আলোচনায় তিনি।

Advertisement

আক্রম অস্ট্রেলিয়ায় থাকেন। সেখানেই রয়েছে তাঁর পোষ্য। ১০০০ অস্ট্রেলিয়ান ডলার খরচ হয় তাঁর সেই বিড়ালের লোম কাটাতে। ভারতীয় টাকায় যা ৫৬ হাজার। অনেকে বলছেন ওই টাকায় একটা ভাল মোবাইল ফোন হয়ে যায়। সেই টাকা খরচ করে পোষ্যের রূপটান করাচ্ছেন আক্রম। তিনি নিজেও যদিও ভাবেননি এত টাকা খরচ হবে। বিলের ছবি পোস্ট করে আক্রম লেখেন, “এই টাকায় পাকিস্তানে ২০০টা বিড়ালের পরিচর্যা হয়ে যেত।”

আক্রম বিলও দেখিয়েছেন। যেখানে দেখা যায় তাঁকে বিড়ালের মেডিক্যাল চেক-আপের জন্য ১০৫ অস্ট্রেলিয়ান ডলার খরচ করতে হয়েছে। সেই সঙ্গে অ্যানেস্থেসিয়ার জন্য ৩০৫ ডলার এবং লোম ছাঁটার জন্য ৪০ ডলার চার্জ করা হয়েছে। আরও কিছু পরিচর্যার জন্য ১২০ ডলার এবং কার্ডিও পরীক্ষার জন্য ২৫১ ডলার।

পোষ্য কুকুর, বিড়ালদের লোম কাটানো খুবই সাধারণ ঘটনা। কিন্তু বিশ্বের কোনও কোনও প্রান্তে তা যে এতটা খরচসাপেক্ষ হতে পারে, সেটা অনেকেই আন্দাজ করতে পারেননি। অস্ট্রেলিয়াতে যে তা এতটাই দামি সেটা দেখেও অবাক অনেকে।

আরও পড়ুন
Advertisement