India tour of Australia 2024

অস্ট্রেলিয়ায় বিরাটেরা থাকবেন ৫৭ দিন, খেলবেন মাত্র ২৭ দিন! ক্ষুব্ধ গাওস্কর, প্রস্তুতি ম্যাচ বাতিল নিয়ে প্রশ্ন

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় হারের পরেও ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে শুধু নেটে অনুশীলন করবে, এটাই মানতে পারছেন না গাওস্কর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৩:৩৭
Sunil Gavaskar

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত। যা মেনে নিতে পারছেন না সুনীল গাওস্কর। তাঁর মতে নেটে অনুশীলন এবং ম্যাচ খেলার মধ্যে অনেক তফাত রয়েছে। ভারতের সিদ্ধান্তে খুশি নন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় হারের পরেও ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে শুধু নেটে অনুশীলন করবে, এটাই মানতে পারছেন না গাওস্কর। তিনি এক সংবাদমাধ্যমে লিখেছেন, “পার্‌থে ভারত এ দলের বিরুদ্ধে ভারতীয় দলের অনুশীলন ম্যাচ বাতিলের সিদ্ধান্তটা মেনে নেওয়া কঠিন। ম্যাচ খেলার থেকে ভাল অনুশীলন কিছু হতে পারে না। নেটে যতই অনুশীলন করা হোক, ম্যাচের মতো হয় না। অনেক ক্ষণ নেটে সময় কাটানোর পরেও ম্যাচ খেলতে নেমে অল্প রানে আউট হয় ব্যাটারেরা। যে কারণে ভারত বিদেশের বার বার মাটিতে প্রথম টেস্ট হারে। তার পর সিরিজ়ে ফেরে। এই কারণেই অনুশীলন ম্যাচ খেলাটা জরুরি ছিল।”

গাওস্করের সংযোজন, “এটা ঠিক ভারত এ দলের বোলারেরা হয়তো মূল দলের ব্যাটারদের খুব কঠিন পরীক্ষার মুখে ফেলবে না। মূল ব্যাটারদের চোট লাগুক সেটা চাইবে না ওরা। কিন্তু তবুও ম্যাচ খেলা জরুরি। কারণ নেটে এক জন ব্যাটার তিন-চার বার আউট হলেও খেলতে পারে। তাই অনেক চাপমুক্ত ভাবে ব্যাট করে তারা। ম্যাচ খেললে সেটাই বদলে যায়। মানসিকতায় বদল হয়। ম্যাচ খেলার অভিজ্ঞতা তৈরি হয়। বোলারেরাও একটা ছন্দ পায়।”

২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাওস্কর ট্রফি। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। ১০ নভেম্বর অস্ট্রেলিয়ায় চলে গিয়েছে দল। অর্থাৎ, ৫৭ দিন অস্ট্রেলিয়ায় থাকবে ভারতীয় দল। কিন্তু খেলবে মাত্র ২৭ দিন। সেটাও মেনে নিতে পারছেন না গাওস্কর। তাঁর মতে কিছু প্রস্তুতি ম্যাচ খেলা উচিত ছিল রোহিতদের।

আরও পড়ুন
Advertisement