Shikhar Dhawan

আবার প্রেমে পড়েছেন ধাওয়ান, বিবাহবিচ্ছেদের পর নতুন সম্পর্কে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার

নতুন করে জীবন সাজিয়ে তুলতে চাইছেন শিখর ধাওয়ান। নতুন সম্পর্কের কথাও স্বীকার করে নিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার। তবে প্রেমিকার নাম জানাননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৬:৪৫
picture of Shikhar Dhawan

শিখর ধাওয়ান। —ফাইল চিত্র।

২০২৩ সালে বিবাহবিচ্ছেদের পর একা হয়ে পড়েছিলেন শিখর ধাওয়ান। ছেলের সঙ্গেও যোগাযোগ করতে পারতেন না ঠিকমতো। তা নিয়ে অবসাদের কথা জানিয়েছেন কয়েক বার। সেই অবসাদ কাটিয়ে নতুন জীবন শুরুর কথা ভাবছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার। আবার প্রেমে পড়েছেন ধাওয়ান।

Advertisement

নতুন সম্পর্কের কথা নিজেই জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। গত চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এক বিদেশি মহিলার সঙ্গে ধাওয়ানকে দেখা গিয়েছিল দুবাইয়ে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম ম্যাচ সেই মহিলাকে নিয়ে দেখতে এসেছিলেন ধাওয়ান। তা থেকেই শুরু হয় জল্পনা। সমাজমাধ্যমে ভাইরাল হয় তাঁদের ছবি। পরে জানা গিয়েছিল, ধাওয়ানের সঙ্গী ওই মহিলার নাম সোফি শাইন। তিনি আইরিশ।

ধাওয়ান নিজেই জল্পনার অবসান ঘটিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। জীবনে এগোতে চাইছি। প্রেমের ক্ষেত্রে নিজেকে দুর্ভাগ্যবান বলতে চাইছি না। তবে অভিজ্ঞতা না থাকায় আমার পছন্দ বা নির্বাচনে কিছু ভুল ছিল। তা থেকে শিক্ষা নিয়েছি। এখন আমি অভিজ্ঞ। মনে হয় না সমস্যা হবে।’’

আপনি কি আবার প্রেমে পড়েছেন? ধাওয়ান বলেছেন, ‘‘আমি সব সময় ভালবাসার মধ্যেই থাকি। দেখুন ক্রিকেটের বাউন্সার কী ভাবে এড়াতে হয়, আমি জানি। আপনারা এখন আমাকে তেমনই বাউন্সার দেবেন। কিন্তু আমাকে কাবু করতে পারবেন না।’’ এর পর ধাওয়ান সরাসরিই জানিয়েছেন নতুন বান্ধবীর কথা। প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘কোনও নাম বলব না। আমার সঙ্গে সবচেয়ে সুন্দরী যে মহিলা ছিল, সে আমার বান্ধবী। এ বার আপনারা খুঁজে নিতে পারেন।’’

ধাওয়ানের প্রাক্তন স্ত্রী আয়েষা মুখোপাধ্যায় এখন সিডনিতে থাকেন। তাঁদের ১১ বছরের ছেলে জ়োরাবরও তাঁর সঙ্গে থাকে। ধাওয়ান একাধিক বার অভিযোগ করেছেন, প্রাক্তন স্ত্রীর বাধায় ছেলের সঙ্গে ঠিকমতো যোগাযোগ রাখতে পারেন না।

Advertisement
আরও পড়ুন