ICC ODI World Cup 2023

হঠাৎ অবসর, বিশ্বকাপে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েই খেলা ছাড়লেন জোরে বোলার

দেশের হয়ে আর খেলবেন না টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের এক ক্রিকেটার। শনিবার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিরুদ্ধে দলকে জিতিয়ে হঠাৎ অবসর ঘোষণা করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৩:৩৬
picture of ICC ODI world cup trophy

এক দিনের বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

এক দিনের ক্রিকেট থেকে বেন স্টোকস অবসর নিতে পারেন বলে শোনা যাচ্ছে। গত শুক্রবার অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন দাউইদ মালান। আর শনিবার বিশ্বকাপের পাকিস্তান ম্যাচের পরেই অবসরই ঘোষণা করে দিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ডেভিড উইলি।

Advertisement

এক সতীর্থকে নিয়ে জল্পনা, আর এক সতীর্থের ইঙ্গিত। তার মধ্যে হঠাৎ করেই নিজেকে প্রাক্তন করে ফেললেন ৩৩ বছরের বোলিং অলরাউন্ডার। শনিবার খেলা শেষ হওয়ার পর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন উইলি। তিনি বলেছেন, ‘‘এই প্রতিযোগিতায় কোনও কিছুই আমাদের পরিকল্পনা মতো হয়নি। তবে এক দিনের ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারা আমার কাছে বিশেষ ব্যাপার। ভাল ভাবে শেষ করতে পেরে আমি খুশি। আমাদের সাজঘরটা সত্যিই দুর্দান্ত। বেশ কয়েক জন অসাধারণ ক্রিকেটার রয়েছে।’’ ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়কে নিজের ক্রিকেটজীবনের সেরা মুহূর্ত বলে অভিহিত করেছেন উইলি। ইংল্যান্ডের জার্সি পরে মাঠে নামতে পারা তাঁর জীবনের সেরা গর্ব বলে জানিয়েছেন।

ইংল্যান্ডের হয়ে ৭৩টি এক দিনের ম্যাচে ১০০টি উইকেট এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৫১টি উইকেট নিয়েছেন। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ৫৬ রানে ৩ উইকেট নিয়ে এক দিনের ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। খেলোয়াড় হিসাবে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন ইংল্যান্ডের সদ্য প্রাক্তন বোলিং অলরাউন্ডার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement