England Women

৪৫ রানে শেষ আয়ারল্যান্ড, ২৭৫ রানের রেকর্ড ব্যবধানে জয় ইংল্যান্ডের

মাত্র ৪৫ রানে অল আউট হয়ে গেল আয়ারল্যান্ড। এক দিনের ম্যাচে ২৭৫ রানের রেকর্ড ব্যবধান জিতল ইংল্যান্ডের মহিলা দল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৭
cricket

শতরানের উল্লাস ইংল্যান্ডের ট্যামি বিউমন্টের। ছবি: সমাজমাধ্যম।

দাপট দেখিয়ে জিতল ইংল্যান্ড। ৩২১ রান তাড়া করতে নেমে মাত্র ৪৫ রানে অল আউট হয়ে গেল আয়ারল্যান্ড। এক দিনের ম্যাচে ২৭৫ রানের রেকর্ড ব্যবধান জিতল ইংল্যান্ডের মহিলা দল। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে ২-০ ব্যবধানে সিরিজ় জিতে গেল ইংল্যান্ড।

Advertisement

শুরুটা করেছিলেন ইংল্যান্ডের ব্যাটারেরা। ১৩৯ বলে ১৫০ রানের ইনিংস খেলে ট্যামি বিউমন্ট। এক দিনের ক্রিকেটে নিজের দশম শতরান করেন তিনি। ১৬টি চার ও একটি ছক্কার ইনিংসে ন্যাট শিভার-ব্রান্টকে ছাপিয়ে ইংল্যান্ডের মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক শতরানের মালকিন হলেন তিনি।

বিউমন্টের পাশাপাশি ৪৭ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ফ্রেয়া কেম্প। চতুর্থ উইকেটে দু’জনের মধ্যে শতরানের জুটি হয়। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২০ রান করে ইংল্যান্ড।

জবাবে শুরু থেকেই চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। ইংল্যান্ডের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি তারা। অধিনায়ক কেট ক্রস ৮ রান দিয়ে ৩ উইকেট নেন। লরেন ফিলার ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। বাকিদের মধ্যে ক্যাম্প ৭ রান দিয়ে ২টি ও জর্জিয়া ডেভিস ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। চার বোলারের দাপটে মাত্র ১৬.৫ ওভারে ৪৫ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের মাত্র এক ব্যাটার দুই অঙ্কে পৌঁছতে পারেন। ২২ রান করেন উনা রেমন্ড-হোয়ে।

২৭৫ রানে ম্যাচ জেতে ইংল্যান্ড। এর আগে ১৯৯৩ সালে ডেনমার্কের বিরুদ্ধে ২৩৯ রানে জিতেছিল ইংল্যান্ডের মহিলা দল। সেটিই এক দিনের ক্রিকেটে ইংল্যান্ডের সর্বাধিক ব্যবধানে জয় ছিল। সেই রেকর্ড ভেঙে গেল।

আরও পড়ুন
Advertisement