India vs England

ঘূর্ণি পিচ বানালে রোহিতরা নিজেদের পায়েই কুড়ুল মারবেন, আগেই হুঁশিয়ারি ইংরেজ ক্রিকেটারের

চলতি মাসেই ভারতে টেস্ট সিরিজ় খেলতে আসছে ইংল্যান্ড। সেই সিরিজ়ের আগে ভারতকে সতর্ক করলেন ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টো। ঘূর্ণি পিচ নিয়ে রোহিত শর্মাদের হুঁশিয়ারি দিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ ১৮:১৯
cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র

২০২১ সালে ভারত সফরে এসে ১-৩ ফলে টেস্ট সিরিজ় হারতে হয়েছিল ইংল্যান্ডকে। ঘূর্ণি পিচে মুখ থুবড়ে পড়েছিল ইংল্যান্ডের ব্যাটিং। চলতি মাসেই ভারতে টেস্ট সিরিজ় খেলতে আসছে ইংল্যান্ড। সেই সিরিজ়ের আগে ভারতকে সতর্ক করলেন ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টো। ঘূর্ণি পিচ নিয়ে রোহিত শর্মাদের হুঁশিয়ারি দিলেন তিনি। বেয়ারস্টোর মতে, এ বার ঘূর্ণি পিচ বানালে ভারত নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারবে।

Advertisement

সিরিজ় শুরুর আগে একটি সাক্ষাৎকারে বেয়ারস্টো বলেন, ‘‘ভারতে বিভিন্ন ধরনের পিচ তৈরি করা যায়। এমন নয় যে শুধু ঘূর্ণি উইকেটই তৈরি করতে হবে। ওদের পেস আক্রমণ যথেষ্ট শক্তিশালী। ঘূর্ণি পিচ বানালে কিন্তু নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারবে ওরা। কারণ, সে রকম হলে ওদের পেস আক্রমণের সুবিধা ওরা তুলতে পারবে না।’’

বেয়ারস্টো নিশ্চিত যে ভারতে ঘূর্ণি পিচ তাঁরা পাবেন। তার পরেও ভারতকে সতর্ক করে দিয়েছেন তিনি। উদাহরণ হিসাবে ২০২১ সালের সিরিজ়ে চেন্নাই টেস্টের উদাহরণ টেনেছেন তিনি। বেয়ারস্টো বলেন, ‘‘শেষ বার (রবিচন্দ্রন) অশ্বিন ও অক্ষর (পটেল) ভাল বল করেছিল। কিন্তু ওদের মনে রাখা উচিত চেন্নাইয়ে মন্থর উইকেটেই (জো) রুট দ্বিশতরান করেছিল। এর থেকেই প্রমাণিত যে ঘূর্ণি পিচ হলে ওরা সহজে জিতে যাবে। আমাদেরও পরিকল্পনা তৈরি আছে। আমাদেরও মইন (আলি), (আদিল) রশিদের মতো ভাল স্পিনার আছে। ওরাও কিন্তু ঘূর্ণি পিচ থেকে সুবিধা পাবে।’’

এখন থেকে খুব বেশি ভাবতে রাজি নন বেয়ারস্টো। পরিস্থিতি ও পিচ দেখে দল গড়বেন তাঁরা। বেয়ারস্টো বলেন, ‘‘এখন থেকে খুব বেশি ভাবছি না। খেলার আগে সিদ্ধান্ত নেব। কারণ, আমাদের বিপক্ষের ২০টা উইকেট নিতে হবে। তাই সেখানে স্পিনারদের পাশাপাশি পেসারদেরও ভাল বল করতে হবে।’’

২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। ২ ফেব্রুয়ারি থেকে শুরু দ্বিতীয় টেস্ট। খেলা হবে বিশাখাপত্তনমে। ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু তৃতীয় টেস্ট। চতুর্থ টেস্ট রাঁচীতে। খেলা হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। ৭ মার্চ থেকে ধর্মশালায় পঞ্চম টেস্ট শুরু দু’দলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement