Dope Test

ডোপ পরীক্ষায় বসতে হবে সূর্যকুমার, বুমরাহ, হার্দিককে, তালিকায় আর কাদের নাম রয়েছে?

এ বছর ডোপ পরীক্ষা দিতে হবে বেশ কয়েক জন ক্রিকেটারকে। নাডা যে তালিকা প্রকাশ করেছে তাতে ভারতের পুরুষ এবং মহিলা দলের একাধিক সদস্যের নাম রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৮
Picture of Suryakumar Yadav, Jasprit Bumrah and Hardik Pandya

(বাঁ দিক থেকে) সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

ডোপ পরীক্ষা দিতে হবে জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ড্যকে। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) যে তালিকা প্রকাশ করেছে, তাতে রয়েছে এই তিন ক্রিকেটারের নাম। ২০২৫ সালে যে কোনও সময় পরীক্ষা দিতে হবে তাঁদের।

Advertisement

ভারতের পুরুষ এবং মহিলা দলের একাধিক ক্রিকেটারের নাম রয়েছে নাডার তালিকায়। প্রায় সব ক্রিকেটারকেই রাখা হয়েছে নাডার তালিকায়। তাঁদের পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। তালিকায় যাঁদের নাম নেই, তাঁদেরও পরীক্ষা দিতে হতে পারে। তালিকায় নাম রয়েছে ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, আরশদীপ সিংহ, সঞ্জু স্যামসন, তিলক বর্মার নাম। মহিলা ক্রিকেটারদের মধ্যে শেফালি বর্মা, রেণুকা সিংহ ঠাকুর, দীপ্তি শর্মাদের নাম রয়েছে।

তালিকায় থাকা খেলোয়াড়দের জানাতে হবে বছরের কোন সময় তাঁরা কোথায় থাকবেন। প্রতিযোগিতা নেই এমন সময় খেলোয়াড়দের বলা জায়গায় পৌঁছে যাবেন নাডা কর্তৃপক্ষ। ডোপ পরীক্ষার জন্য খেলোয়াড়দের নমুনা সংগ্রহ করা হবে। দিতে হবে ফোন নম্বর, ইমেল আইডি, বাড়ি ঠিকানা। নাডা কর্তৃপক্ষ খেলোয়াড়দের নমুনা সংগ্রহের দিন জানাবেন। সেই নির্দিষ্ট দিনে প্রস্তুত থাকতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এবং পরীক্ষার জন্য অন্তত এক ঘণ্টা সময় রাখতে হবে। নিয়ম অনুযায়ী কোনও খেলোয়াড় পর পর তিন বার নাডার নির্দিষ্ট দিনে পরীক্ষা না দিলে, তাঁকে ডোপিংয়ের দায়ে শাস্তি পেতে হয়।

ক্রিকেটারদের সাধারণত প্রতি বছর তালিকায় রাখে না নাডা। ভারতীয় দলের সূচি এবং ক্রিকেটারদের সুবিধা মতো ডোপ পরীক্ষা করা হয়। এর আগে ২০২০ সালে নাডার তালিকায় নাম ছিল রবীন্দ্র জাডেজা, চেতেশ্বর পুজারা, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মার।

Advertisement
আরও পড়ুন