India Cricket

মিশন বিশ্বকাপ, আলোচনায় দ্রাবিড়-আগরকর, সিদ্ধান্ত রোহিত, কোহলির টি২০ ভবিষ্যৎ নিয়েও

ওয়েস্ট ইন্ডিজ়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর। সেখানে ভারতের ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১৪:৩০
Virat Kohli and Rohit Sharma

বিরাট কোহলি (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র

ভারতের ওয়েস্ট ইন্ডিজ় সফর চলাকালীনই সে দেশে যাচ্ছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর। সেখানে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। কথা হতে পারে দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেও। এক দিনের বিশ্বকাপের রূপরেখা তৈরির জন্য এই আলোচনা। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক রোহিত ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও সেখানে সিদ্ধান্ত নিতে পারেন দ্রাবিড়-আগরকর।

বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘এখন ওয়েস্ট ইন্ডিজ়ে দলের সঙ্গে রয়েছেন জাতীয় নির্বাচক সলিল আঙ্কোলা। কিন্তু টেস্ট সিরিজ়ের পরে তিনি ফিরে আসবেন। সাদা বলের ক্রিকেট শুরু হওয়ার আগে সেখানে যাবেন আগরকর।’’ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হওয়ার পরে দল ও সাপোর্ট স্টাফদের সঙ্গে সাক্ষাৎ হয়নি আগরকরের। তিনি আর দেরি করতে চাইছেন না। অক্টোবরের ৫ তারিখ থেকে দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ। তার রূপরেখা এখন থেকেই তৈরি করে রাখতে চাইছেন।

Advertisement

বোর্ড সূত্রে খবর, বিশ্বকাপের আগে ২০ জনের একটি দল তৈরি করে রাখতে চাইছেন নির্বাচকেরা। তার পর সেখান থেকে ১৫ বা ১৬ জনকে বেছে নেওয়া হবে। ক্রিকেটারেরা এই মুহূর্তে কেমন শারীরিক অবস্থায় রয়েছেন, বিশ্বকাপের আগে কার কতটা বিশ্রাম প্রয়োজন সেই বিষয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যেই ভারতের আয়ারল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হয়েছে দ্রাবিড়-সহ পুরো কোচিং দলকে। বদলে কোচ হিসাবে যাবেন ভিভিএস লক্ষ্মণ। আগামী দিনে কোনও ক্রিকেটারের ক্ষেত্রেও বিশ্রাম প্রয়োজন কি না তা নিয়ে আলোচনা হবে।

আলোচনা হওয়ার কথা পেসার যশপ্রীত বুমরার ভবিষ্যৎ নিয়ে। নেটে বল করছেন তিনি। কিন্তু এখনও তাঁকে মাঠে নামার ছাড়পত্র দেয়নি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা। তাই তাঁকে কবে মাঠে ফেরানো হবে সেই বিষয়ে কোচের সঙ্গে নির্বাচক প্রধানের আলোচনা হওয়ার কথা। ভারতের আরও দুই চোটে থাকা ক্রিকেটার শ্রেয়স আয়ার ও ঋষভ পন্থের নামও উঠবে সেখানে। সেই আলোচনায় থাকতে পারেন অধিনায়ক রোহিতও।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যা নিয়ে আলোচন হতে পারে, সেটি হল রোহিত ও বিরাটের টি-টোয়েন্টি ভবিষ্যৎ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ছোট ফরম্যাটে ভারতীয় দলে দেখা যায়নি তাঁদের। একের পর এক সিরিজ়ে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ড্য। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়েও হার্দিকই অধিনায়ক। এশিয়ান গেমসে ভারতের যে দলকে পাঠানো হয়েছে সেখানে সব তরুণ ক্রিকেটার। রোহিত, কোহলিকে জানিয়ে দেওয়া হতে পারে শুধু টেস্ট ও এক দিনের ক্রিকেটের উপর নজর দিতে। হার্দিককে পাকাপাকি ভাবে টি-টোয়েন্টির অধিনায়ক করে দেওয়া হতে পারে।

Advertisement
আরও পড়ুন