IPL 2025

ঘরের মাঠে রানে ফিরলেন শিবম, মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাই তুলল ১৭৬ রান

রবিবার দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি চেন্নাই এবং মুম্বই। সবচেয়ে বেশি বার আইপিএল জিতেছে দুই দল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই তুলল ১৭৬ রান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২১:১৬
Shivam Dubey

শিবম দুবে। ছবি: আইপিএল।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৭৭ রানের লক্ষ্য রাখল চেন্নাই সুপার কিংস। রবিবার দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি চেন্নাই এবং মুম্বই। সবচেয়ে বেশি বার আইপিএল জিতেছে দুই দল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই তুলল ১৭৬ রান।

Advertisement

টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়ে অল্প রানে আটকে রাখাই লক্ষ্য ছিল তাঁর। জসপ্রীত বুমরাহেরা সেই দায়িত্ব পালন করেছেন। শুরু থেকেই খুব বেশি বড় শট খেলতে পারেননি চেন্নাইয়ের ব্যাটারেরা। ওপেনার শাইক রাশিদ ২০ বলে ১৯ রানের বেশি করতে পারেননি। রাচিন রবীন্দ্র ৯ বল খেলে মাত্র ৫ রান করেন।

চেন্নাই রবিবার আয়ুষ মাত্রেকে নামিয়েছিল। প্রথম ম্যাচে ১৫ বলে ৩২ রান করে নজর কাড়েন তিনি। চারটি চার এবং দু’টি ছক্কা মারেন মাত্রে। তিনিই চেন্নাইকে বড় রান তোলার পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দীপক চহরের বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে থেমে যায় তাঁর ইনিংস।

চেন্নাই ১৭০ রানের গণ্ডি পার করানোর নেপথ্যে চার নম্বরে রবীন্দ্র জাডেজা। ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। জাডেজাকে সঙ্গ দিয়েছিলেন শিবম দুবে। মুম্বই তাঁর ঘরের মাঠ। সেখানে খেলতে নেমে ৩২ বলে ৫০ রান করেন তিনি। জাডেজা এবং শিবমের জুটিতে ৭৯ রান তোলে চেন্নাই। শেষ বেলায় বড় শট খেলে জাডেজা দলকে লড়াই করার মতো জায়গা করে দেন।

Advertisement
আরও পড়ুন