ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেলেন অভিমন্যু এবং মুকেশ। ফাইল ছবি।
ভারত ‘এ’ দলে সুযোগ পেলেন বাংলার দুই ক্রিকেটার। অভিমন্যু ঈশ্বরণ এবং মুকেশ কুমার। সেপ্টেম্বরে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজের জন্য ভারত ‘এ’ দলে নেওয়া হয়েছে তাঁদের। প্রিয়ঙ্ক পঞ্চলের নেতৃত্বাধীন দলে রয়েছেন জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে থাকা কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দল তিনটি বেসরকারি টেস্ট ম্যাচ খেলবে। ১ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে শুরু হবে প্রথম বেসরকারি টেস্ট ম্যাচটি। তিনটি ৫০ ওভারের ম্যাচেও মুখোমুখি হবে দু’দল। ১৬ জনের দলে জায়গা পেয়েছেন জম্মু-কাশ্মীরের জোরে বোলার উমরান মালিক। তিনি ছাড়াও আইপিএলে নজরকাড়া রজত পাটিদার, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা রয়েছেন দলে। রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে থাকা মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খানকেও দলে রেখেছেন নির্বাচকরা।
ঘোষিত ভারত ‘এ’ দল: প্রিয়ঙ্ক পঞ্চাল (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, রুতুরাজ গায়কোয়াড়, রজত পাটিদার, সরফরাজ খান, তিলক বর্মা, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), উপেন্দ্র যাদব (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, সৌরভ কুমার, রাহুল চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ, উমরান মালিক, মুকেশ কুমার, যশ দয়াল, অর্জন নাগওয়াসওয়ালা।