IPL 2025

পহেলগাঁও হত্যাকাণ্ডে নিহতদের শ্রদ্ধার্ঘ্য, বুধবার আইপিএল ম্যাচে তিন সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এই হামলার নিন্দা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার আইপিএলের ম্যাচে তিনটি সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১২:১১
cricket

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা করেছে জঙ্গিরা। সেই হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের তিন বাসিন্দা রয়েছেন। এই হামলার প্রভাব পড়েছে আইপিএলেও। জঙ্গি হামলার নিন্দা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার আইপিএলের ম্যাচে তিনটি সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

Advertisement

বুধবার হায়দরাবাদের মাঠে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। দু’দলের কাছেই এই ম্যাচ গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে কয়েকটি বদল করতে চলেছে ভারতীয় বোর্ড। সাধারণত আইপিএলের বাকি সব ম্যাচে যে দৃশ্য দেখা যায় তা এই ম্যাচে দেখা যাবে না।

১) কালো আর্মব্যান্ড পরে খেলবেন ক্রিকেটারেরা

বুধবারের ম্যাচে মুম্বই ও হায়দরাবাদের ক্রিকেটারেরা কালো আর্মব্যান্ড পরে খেলবেন। আর্মব্যান্ড পরে থাকবেন আম্পায়ারেরাও। খেলা শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হবে।

২) নেই কোনও চিয়ারলিডার

আইপিএলের মাঠে চিয়ারলিডারদের নাচ পরিচিত দৃশ্য। ব্যাটারেরা চার-ছক্কা মারলে বা বোলারেরা উইকেট নিলে উল্লাস করেন তাঁরা। দু’দলের আলাদা চিয়ারলিডার থাকে। কিন্তু পহেলগাঁওয়ে হামলার প্রতিবাদে মুম্বই-হায়দরাবাদ ম্যাচে চিয়ারলিডার থাকবে না।

cricket

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

৩) বাজি ও আলোর প্রদর্শনী বন্ধ

আইপিএলে সাধারণত প্রতিটি ম্যাচে বাজি ও আলোর প্রদর্শনী হয়। দুই ইনিংসের বিরতিতে হয় আলো ও লেজ়ারের প্রদর্শনী। খেলা শেষে হয় বাজির প্রদর্শনী। কিন্তু বুধবারের ম্যাচে সে সবও বন্ধ। অর্থাৎ, কোনও রকমের উল্লাস প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement
আরও পড়ুন