BCCI

ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ় এবং আয়ারল্যান্ড, হরমনপ্রীতদের সূচি ঘোষণা ভারতীয় বোর্ডের

ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ় এবং আয়ারল্যান্ডের মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীতেরা সাদা বলের সিরিজ় খেলবেন। দুই সিরিজ়ের সূচি একসঙ্গে ঘোষণা করল বিসিসিআই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২১:৪০
picture of Harmanpreet Kaur

হরমনপ্রীত কাউর। —ফাইল চিত্র।

ভারত সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ় এবং আয়ারল্যান্ডের মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কাউরের দলের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলবে দু’দেশ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একসঙ্গে দুই সিরিজ়ের সূচি ঘোষণা করল বুধবার।

Advertisement

আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ়ের মহিলা দলের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন হরমনপ্রীতেরা। টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে নবি মুম্বইয়ে। ১৫, ১৭ এবং ১৯ ডিসেম্বর হবে ম্যাচগুলি। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টায়। তিনটি এক দিনের ম্যাচ হবে বরোদায়। ২২, ২৪ এবং ২৭ ডিসেম্বর হবে ম্যাচগুলি। প্রথম দু’টি ম্যাচ শুরু হবে দুপুর ১.৩০ থেকে। তৃতীয় ম্যাচ শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে।

আগামী বছর ভারত সফরে আসবে আয়ারল্যান্ডের মহিলা ক্রিকেট দল। তারাও এ দেশে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলবে। আগামী ১০, ১২ এবং ১৫ জানুয়ারি তিনটি ম্যাচ হবে রাজকোটে। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টা থেকে।

ওয়েস্ট ইন্ডিজ় এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি এক দিনের সিরিজ়ই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেননি হরমনপ্রীতেরা। পরে টি-টোয়েন্টি বিশ্বজয়ী নিউ জ়িল্যান্ডকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে এক দিনের সিরিজ়ে হারিয়েছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন