IPL 2025

ব্যাটে গন্ডগোল! ম্যাচের মাঝেই সল্ট এবং হেটমেয়ারের ব্যাট পরীক্ষা করলেন মাঠের আম্পায়ার

রাজস্থান রয়্যালস ব্যাট করার সময় শিমরন হেটমেয়ারের ব্যাট পরীক্ষা করা হয়। সেই ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাট করার সময় পরীক্ষা করা হয় ফিল সল্টের ব্যাট। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৯:১৩
Bat exam

(উপরে) শিমরন হেটমেয়ারের ব্যাট পরীক্ষা করছেন আম্পায়ার। (নীচে) ফিল সল্টের ব্যাট পরীক্ষা করছেন আম্পায়ার। ছবি: এক্স।

ম্যাচের মাঝে হঠাৎ ব্যাট পরীক্ষা করলেন মাঠের আম্পায়ার। রাজস্থান রয়্যালস ব্যাট করার সময় শিমরন হেটমেয়ারের ব্যাট পরীক্ষা করা হয়। সেই ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাট করার সময় পরীক্ষা করা হয় ফিল সল্টের ব্যাট। কেন?

Advertisement

রবিবার দুপুরে জয়পুরে মুখোমুখি হয়েছিল রাজস্থান এবং বেঙ্গালুরু। টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠান বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার। রাজস্থান ব্যাট করার সময় ১৬তম ওভারে নেমেছিলেন হেটমেয়ার। তিনি ব্যাট করতে নামার পর পরই দেখা যায় আম্পায়ার তাঁর ব্যাটের মাপ পরীক্ষা করছেন। আইপিএলের নিয়ম অনুযায়ী, লম্বায় ব্যাটটি ৩৮ ইঞ্চির বেশি হবে না। আম্পায়ারের সন্দেহ হওয়ায় তিনি ব্যাট পরীক্ষা করেন। হেটমেয়ারের ব্যাট পরীক্ষায় পাশ করে। পরে সল্টের ব্যাট পরীক্ষা করা হয়। তিনিও পরীক্ষায় পাশ করেন।

ম্যাচে প্রথমে ব্যাট করে রাজস্থান ১৭৩ রান করে। জবাবে বেঙ্গালুরু ১৫ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। রাজস্থানের হয়ে যশস্বী জয়সওয়াল করেন ৭৫ রান। হেটমেয়ার ৯ রানের বেশি করতে পারেননি। ধ্রুব জুরেল করেন ৩৫ রান। বেঙ্গালুরুর হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জস হেজ়লউড এবং ক্রুণাল পাণ্ড্য।

বেঙ্গালুরু হয়ে সল্ট ৬৫ রান করেন। তিনি আউট হলেও দলকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি। তিনি ৬২ রান করেন। তিন নম্বরে নেমে দেবদত্ত পাড়িক্কল করেন ৪০ রান। সহজেই ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।

Advertisement
আরও পড়ুন