Bangladesh Cricket

Bangladesh: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের হাতছানি, বোলারদের দাপটে এগিয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের মাটিতে দাপট বাংলাদেশের। চতুর্থ দিনের শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৭ রানে এগিয়ে কিউইরা। বাংলাদেশের সামনে জয়ের হাতছানি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৬:২৩
উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস হোসেনের।

উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস হোসেনের। ছবি: আইসিসি

সিরিজের প্রথম টেস্ট জিতে এগিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ১৪৭/৫। বাংলাদেশের হয়ে একাই চার উইকেট নিলেন ইবাদত হোসেন। বে ওভালের মাঠে পেসারদের দাপটে জয়ের আশায় বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে ৩২৮ রান তোলে কেন উইলিয়ামসনহীন নিউজিল্যান্ড। জবাবে মমিনুল হক, লিটন দাসদের দাপটে ৪৫৮ রান তুলে নিউজিল্যান্ডের সামনে কঠিন পরীক্ষা রাখে বাংলাদেশ। ১৩০ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামেন টম লাথামরা। ওপেনার উইল ইয়ং প্রতিরোধ গড়ে তুললেও বাকি ব্যাটারদের নাস্তানাবুদ করতে থাকেন বাংলাদেশের পেসাররা। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে রস টেলররা তোলেন ১৪৭ রান। তাঁরা এগিয়ে রয়েছেন মাত্র ১৭ রানে। টেস্টের শেষ দিনে বাংলাদেশ পেসারদের দাপট সামলে বড় রান তোলার চেষ্টা করতে হবে টেলরদের।

Advertisement

অন্য দিকে বাংলাদেশের লক্ষ্য থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নিউজিল্যান্ডের বাকি পাঁচ উইকেট তুলে নেওয়া। যত তাড়াতাড়ি সেই কাজটা করতে পারবেন তাসকিন আহমেদরা, ততই তাড়াতাড়ি টেস্ট জয়ের সুযোগ পাবেন তাঁরা।

বে ওভালে জিততে পারলে এই প্রথম বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।

Advertisement
আরও পড়ুন